বরেন্দ্র অঞ্চল রাজশাহী খরায় পুড়ে মরুভূমি প্রায়। খরা ও পানি সংকটের কারণে বাস্তুচ্যুত হচ্ছে অনেক মানুষ। কৃষকরা হচ্ছে ক্ষতিগ্রস্থ । খরাসহ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে ওয়েভ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহায়তায় ও গ্রিন ক্লাইমেট ফান্ড এর অর্থায়নে রাজশাহী জেলায় ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেইঞ্জ প্রজেক্ট – ড্রট (ইসিসিপি-ড্রট)’ প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন। এ প্রকল্পের প্রধান লক্ষ্য হলো, সমন্বিত পানি ব্যবস্থাপনার মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের খরাপীড়িত জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করা।
খরা প্রতিরোধে এবং খরার সময় প্রয়োজনীয় পানি সংগ্রহের জন্য খরা প্রবণ এলাকায় পুকুর খনন একটি কার্যকর পদ্ধতি। রাজশাহী জেলায় খরা প্রতিরোধে সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেইঞ্জ প্রজেক্ট – ড্রট (ইসিসিপি-ড্রট)’ প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে অবস্থিত চৌদুয়ার পুকুর পুনঃখনন করা হয়। গত ১৪ মে ২০২৫ পুনঃখননকৃত চৌদুয়ার পুকুরের শুভ উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান। এসময় তিনি ইসিসিসিপি-ড্রট প্রকল্পটি বাস্তবায়নে মাঠপর্যায়ের সকল স্তরের প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. ফজলে রাব্বি ছাদেক আহমেদ, ব্যবস্থাপক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) জনাব মোঃ ফজলে হোসাইন এবং ইসিসিপি-ড্রট প্রকল্প সমন্বয়কারী জনাব রবিউজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. শামসুল ইসলাম এবং ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প ফোকাল জনাব নির্মল দাসসহ চৌদুয়ার পুকুর ভিত্তিক সিসিএজি এবং কমিউনিটির সদস্যবৃন্দ ও অন্যন্যরা উপস্থিত ছিলেন।
প্রকল্পটি বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে ভূউপরিস্থ পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির রিচার্জ বৃদ্ধির মাধ্যমে গৃহস্থালি কাজ ও কৃষি জমিতে সেচের পানির জোগান বৃদ্ধি করা হবে। এ প্রকল্পের অধিন ওয়েভ ফাউন্ডেশনের পুকুর পুনঃখনন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত সকলে।