ওয়াসার পানি ও পয়ঃনিষ্কাশন সেবার মানোন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে গত ২৪ ডিসেম্বর ২০২৪ রাজধানীর জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি লবি সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে ও জার্মানভিত্তিক ওয়াটার ইনটিগ্রিটি নেটওয়ার্কের (WIN) সহযোগিতায় আয়োজিত সভায় রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ‘পানি ও পয়ঃনিষ্কাশন খাতে জবাবদিহিতা বৃদ্ধির জন্য সহায়তা’ প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণা ও সামাজিক নিরীক্ষায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লবি সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। তিনি বলেন, “সঠিক পরিকল্পনার অভাবে অনেক উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় না। ওয়াসার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হলেও এর পরবর্তী ব্যবস্থাপনা পরিকল্পিত নয়। প্রয়োজনে কমিউনিটিকে দায়িত্ব হস্তান্তর করলে তারা এটি নিয়মিত মনিটর করতে পারবে। তবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে পয়ঃনিস্কাশন খাতে ৭০% উন্নয়ন সম্ভব।” সভাপতির বক্তব্যে মহসিন আলী বলেন, “মুক্তিযুদ্ধের এত বছর পরেও পানি ও পয়ঃনিষ্কাশন খাতের চ্যালেঞ্জ ও সুশাসনের ঘাটতি নিয়ে আলোচনা করতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ উত্তরণে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।”
সভায় সংস্থার সুশাসন, অধিকার ও ন্যায্যতা কর্মসূচির উপ-পরিচালক কানিজ ফাতেমা’র শুভেচ্ছা বক্তব্য ও সঞ্চালনায় উইন ওয়াস প্রকল্পের সমন্বয়কারী লিপি আমেনা প্রকল্প এলাকায় পরিচালিত প্রকল্প কার্যক্রম, গবেষণা এবং সামাজিক নিরীক্ষার তথ্য, বিশ্লেষণ ও সুপারিশের ফলাফল উপস্থাপন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর; ড. মুহা. মনিরুজ্জামান, যুগ্মসচিব, পানি সরবরাহ অধিশাখা; মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, যুগ্মসচিব, পলিসি সাপোর্ট অধিশাখা এবং পানি সরবরাহ অধিশাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নীতি-পরামর্শকে শক্তিশালী করতে তথ্য-প্রমাণভিত্তিক নথি তৈরি, কমিউনিটি সচেতনতা কর্মসূচি এবং নৈতিকতা প্রচারের আধুনিক চ্যানেল ব্যবহার, পানি খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সিভিল সোসাইটি ও কমিউনিটির অংশগ্রহণ শক্তিশালী করা, জনজবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক চাহিদা ও পরামর্শ গ্রহণ ইত্যাদি বিষয়ের প্রতি আলোকপাত করেন।