গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের চলমান ৬টি ব্যাচের ১৫০ জন দরিদ্র পরিবারের সন্তানদের করোনা ভাইরাস মোকাবেলায় ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে আর্থিক প্রণোদনা দেয়ার জন্য ওয়েভ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের SEIP প্রকল্প ও পিকেএসএফ-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এ প্রকল্পের অধীনে ওয়েভ ফাউন্ডেশন দর্শনা ও রাজশাহী সেন্টারের মাধ্যমে দেশের দরিদ্র যুব নারী-পুরুষদের দক্ষতা বৃদ্ধিতে মোবাইল ফোন সার্ভিসিং, সুইং মেশিন অপারেশন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এ- মেইনটেনেন্স ও গ্রাফিক ডিজাইন কোর্সে প্রশিক্ষণ প্রদান করছে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt