লাইন-লোগো পদ্ধতিতে ধান রোপণ করলে চারার প্রতিটি গোছায় অধিক কুশি ছড়ানোসহ ফসলের জমিতে প্রয়োজনীয় আলো-বাতাস চলাচল করতে পারে। পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য সহজে পরিমিত মাত্রায় কীটনাশক প্রয়োগ ও সারের ব্যবহার করা যায় এবং আন্ত:পরিচর্যা করতে সুবিধা হয়। ফলে ধানের মোট উৎপাদন বৃদ্ধি পায়।
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার শিঙ্গিয়া সৌর সেচ প্রকল্প ও কৃষিমোর্চার অর্ন্তভুক্ত ৩০ জন কৃষকের অংশগ্রহণে গত ১২ জানুয়ারি ২০২১ সরাসরি মাঠ পর্যায়ে ‘লাইন-লোগো পদ্ধতিতে ধান রোপণ’-এ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উল্লিখিত পদ্ধতির সুবিধাসমূহ নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং ধান রোপণের এ কৌশল হাতে-কলমে শেখানো হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী। বিশেষ অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনারুল ইসলাম এবং অরুণ কুমার। এছাড়া শিঙ্গিয়া কৃষিমোর্চার নেতৃবৃন্দ এবং ওয়েভ ফাউন্ডেশন-এর কর্মকর্তাগণ মাঠ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উৎপাদনশীলতা বৃদ্ধিসহ উত্তম কৃষিচর্চার অংশ হিসেবে ওয়েভ ফাউন্ডেশন-এর সৌর সেচ প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন মাঠের কৃষকদের এ পদ্ধতিতে ধান রোপণের জন্য প্রদর্শনী প্লটসহ মাঠ প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।