সংস্থা কর্র্তৃক বাস্তবায়িত “অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমূহের দায়বদ্ধতা (রেসপন্স)” প্রকল্পের উদ্যোগে গত ১-৮ ফেব্রুয়ারি ২০২২, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ যথাক্রমে নহাটা, রাজাপুর, মহম্মদপুর, দিঘা, বিনোদপুর, বাবুখালী, পলাশবাড়ী এবং বালিদিয়ার নবনির্বাচিত প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের “স্থানীয় সরকারের সেবা প্রদান ও মনিটরিং এবং অংশগ্রহণমূলক পরিকল্পনা, বাজেট, স্থানীয় সম্পদ আহরণ ও আর্থিক ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
৪টি ব্যাচে ২ দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত নারী সদস্য এবং সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ মোট ১১৩ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সুশাসন ও স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদের সেবাসমূহ, মনিটরিং ও সিটিজেন চার্টার, অংশগ্রহণমূলক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওয়ার্ড সভা ও স্থানীয় উন্নয়ন চাহিদা, স্থানীয় সম্পদ আহরণ, আর্থিক ব্যবস্থাপনা ও রাজস্ব আয় বৃদ্ধি প্রভৃতি বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক মো. আফাজ উদ্দিন; মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল এবং উপজেলা ভ‚মি কমিশনার দিদার উদ্দিন। এছাড়া সংস্থার পক্ষে রেসপন্স প্রকল্পের সমন্বয়কারী মো. ওসমান গনিসহ সংশ্লিষ্ট কর্মী-কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা বলেন, “এ প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সম্পর্কে জানতে পেরে আমরা সত্যি উপকৃত হয়েছি। সংস্থা যেন এ ধরনের কার্যক্রম চলমান রাখে।”
স্থানীয় সরকার উপ-পরিচালক মো. আফাজ উদ্দিন মনে করেন, দায়িত্ব গ্রহণের পরপরই অনুষ্ঠিত হওয়ায় এ প্রশিক্ষণটি নবনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালনে সহায়ক হবে। মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইডের সহযোগিতায় পরিচালিত রেসপন্স প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোকে নিয়ে এ রকম আরও ৪ ব্যাচ প্রশিক্ষণ দ্রুত আয়োজন করা হবে।