ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এসিটি (ACT) প্রকল্পের উদ্যোগে গত ২১ সেপ্টেম্বর ২০২৩ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ৫০০ এর অধিক যুব’র অংশগ্রহণে Global Climate Strike অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনের বিভিন্ন নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্ততার চিত্র জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরা ছিলো এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
অক্সফ্যাম বাংলাদেশের সহায়তায় অনুষ্ঠিত Global Climate Strike এর অংশ হিসেবে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। এতে যুবরা জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক উক্তি, বাণী ইত্যাদি লেখা ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করে স্লোগান দেয়। এছাড়া জলবায়ুর নেতিবাচক প্রভাব কমাতে বর্তমান যুব সমাজের ভাবনা ও দাবিগুলোর বহিঃপ্রকাশ করে বিভিন্ন ধরনের আলোচনা করে।
প্রতিবছর নদীভাঙ্গনের ফলে বরিশালের ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয় । এটি যেন নিত্যদিনের হুমকি। উপকূলীয় অঞ্চলে বসবাসকারীরা নদী ভাঙ্গনের ফলে কী ধরনের ক্ষতিগ্রস্ততার শিকার হন, কীরকম ঝুঁকিতে রয়েছেন ইত্যাদি জনসম্মুখে তুলে ধরতে প্রকল্পের যুবদের অংশগ্রহণে নদী ভাঙ্গন ঝুঁকিপূর্ণ এলাকায় একটি মকড্রিলের আয়োজনও করা হয়। যুবদের পাশাপাশি ইউনিয়ন পরিষদের সদস্য এবং ঐ অঞ্চলের অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।
সংস্থার উদ্যোগে ইতিপূর্বে সংগঠিত স্বপ্নছোঁয়া যুব সংগঠনের সদস্যরা এ আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করে। প্রকল্প কার্যক্রমের বাইরেও দীর্ঘদিন যাবত এই সংগঠনের যুবরা স্থানীয় জনগণের মাঝে জলবায়ু বিষয়ক সচেতনতা সৃষ্টি, দুর্যোগের পূর্বাভাস, দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মাইকিং, দুর্যোগকালীন করণীয়, দুর্যোগের সময় এলাকার লোকজনদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেয়াসহ নানাবিধ সমাজকল্যাণমূলক কাজ করে আসছে। তাদের বিশ্বাস, যুবদের এ সকল কাজের বার্তাগুলো নীতি-নির্ধারকদের কাছে পৌঁছানোসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে কার্যকর জাতীয় নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।