করোনার প্রভাব মোকাবেলায় চলমান পরিস্থিতিতে দেশের মানুষের খাদ্য ঘাটতি পূরণে বছরব্যাপী খাদ্য উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ওয়েভ ফাউন্ডেশন সৌর সেচ প্রকল্পের আওতাভুক্ত নির্বাচিত কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ করা হয়। এ উদ্যোগে সহায়তা প্রদান করে ইডকল।
গত ১৭-১৮ এপ্রিল ২০২১ চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার (চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা, জীবননগর, মহেশপুর, কালিগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলা) ২৪ গ্রামের ২৫টি সেচ প্রকল্পের আওতাধীন ১২০জন কৃষকের মাঝে এই বীজ বিতরণ করা হয়। স্ব-স্ব মাঠে আউশ ধান চাষ ও অন্যান্য কৃষকদের উদ্বুদ্ধকরণে প্রদর্শনী প্লট তৈরির জন্য মোট ৬০০ কেজি বীজ (জাত ব্রি-ধান-৪৮) দেওয়া হয়। নির্বাচিত কৃষকদের একর প্রতি সাড়ে ১২ কেজি ধান বীজ প্রদানের পাশাপাশি পরবর্তীতে প্রতি একর ধান চাষের জন্য ২,৫০০/- টাকা মূল্যের সার প্রদান করা হবে। নবায়নযোগ্য শক্তি কর্মসূচির সমন্বয়কারী কিতাব আলী; উপ-সমন্বয়কারী মাহাবুবুর রহমান মুকুল, সহ-সমন্বয়কারী আজিজুর রহমান এবং ইডকল-এর রিজিওনাল ম্যানেজার (যশোর) শ্রী বাসুদেব মজুমদার মাঠ পর্যায়ে উপস্থিত থেকে কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ করেন।