গত ৪ এপ্রিল খুলনা সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংস্থার উদ্যোগে ‘জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন’প্রকল্পের অধীনে হাইফার এপ্রোচের মাধ্যমে ছাগল বিতরণ ও কমিউনিটিকে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র এড. মেমোরী সুফিয়া রহমান শুনু ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, “জলবায়ু উদ্বাস্তুদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থাও কাজ করছে। যাদের মধ্যে ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম বেশ সমাদৃত। এ প্রকল্পের সহযোগিতা কাজে লাগিয়ে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের উচিত নিজেদের ভাগ্য গড়ে নেয়া।”এ আয়োজনে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোসারফ হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সিটি কর্পোরেশনের চীফ প্লানিং অফিসার ও প্রকল্পের ফোকাল পার্সন (জিআইজেড) আবির উল জাব্বার। এছাড়া নগর আওয়ামী লীগের সিনিয়র সাংগাঠনিক সম্পাদক ও রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ মো. ফারুক আহমেদ; নগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নাসিরউদ্দিন; সাবেক কাউন্সিলর শেখ মফিজুর রহমান পলাশ এবং রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, প্রকল্পের শুরুতে ২০১৯ সালের জানুয়ারি মাসে হাইফার এপ্রোচ বাস্তবায়নের লক্ষ্যে ৫৯টি পরিবারকে ২টি করে মা-ছাগল এবং মাঁচাসহ ছাগলের ঘর দেয়া হয়। যাদের মধ্য থেকে ৫৫জন তাদের উৎপাদিত ১টি করে মা-ছাগল বিতরণে সক্ষম হলে উল্লেখিত আয়োজনের মাধ্যমে নতুন নির্বাচিত আরও ৫৫জন উপকারভোগীর মাঝে তা উপহার হিসেবে প্রদান করা হয়। এ এপ্রোচ বাস্তবায়নের ফলে দেশের দক্ষিণাঞ্চলে কমিউনিটির পরিবর্তন এখন একটি যুগান্তকারী ঘটনা। প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনোমিক ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশনের যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রেজিলিয়েন্ট এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় জিআইজেড কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt