ওয়েভ ফাউন্ডেশন-এর একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে ‘লোকমোর্চা’ সংস্থার বিভিন্ন কর্মএলাকায় দীর্ঘদিন ধরে মানুষের অধিকার ও প্রাপ্যতে অভিগম্যতা এবং স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সম্প্রতি দি এশিয়া ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গার তিনটি উপজেলা ও জেলা পর্যায়ে লোকমোর্চা কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। পাশাপাশি, গত ১৮ মার্চ ২০২১ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩০নং ওয়ার্ডের মেহেদিবাগ কর্মএলাকায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে গঠিত হয় ২৫ সদস্যবিশিষ্ট লোকমোর্চার নতুন আরেকটি কমিটি।
সকলের মতামতের ভিত্তিতে এ কমিটির সভাপতি নির্বাচিত হন মো. মাসুদ খান। এছাড়া মাকসুদা আক্তার ও রুবেল সহ-সভাপতি এবং মো. শাহাদৎ হেসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. মাসুদ খান তার বক্তব্যে কোভিড-১৯ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণের এ উদ্যোগ গ্রহণের জন্য ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। এছাড়া এ কমিটি মেহেদিবাগ এলাকায় জনসচেতনতা তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধি কীভাবে বাড়ানো যায় সে বিষয়েও কাজ করবে বলে জানান। আদাবর বাজার সংলগ্ন বাংলাদেশ প্রাইভেট কার চালক কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত এ লোকমোর্চা গঠন সভায় সংস্থার পক্ষ থেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী পরিচালক কানিজ ফাতিমা ও সমন্বয়কারী নির্মল দাস। সংস্থার প্রোগ্রাম এসোসিয়েট পাপেল কুমার সাহার সহায়তায় অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. মহিদুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী অনিরুদ্ধ রায়। অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রম, প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য, কার্যক্রম বাস্তবায়ন কৌশল উপস্থাপনার পাশাপাশি লোকমোর্চা কী, লোকমোর্চার গঠন ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।