‘আমি হিমালয় দেখিনি, তবে শেখ মুজিবকে দেখেছি, আমি হিমালয়কে দেখলাম’। আলজেরিয়ায় অনুষ্ঠিত ১৯৭৩ সালে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখে কথাটি বলেছিলেন। বঙ্গবন্ধু তাঁর নেতৃত্ব গুণে সমগ্র বিশ্বে এভাবেই সমাদৃত হয়েছেন এবং বাংলাদেশকে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। ২০২০ সাল থেকেই নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ। এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এ কর্মসূচির অংশ হিসেবে ২২ মার্চ ২০২১, বেলা ৩:৩০মি. সংস্থার প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কৃষিখাতের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উপরোক্ত শিরোনামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষিবিদ ফেরদৌসী বেগম কর্তৃক রচিত প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার সহ-সমন্বয়কারী রেহানা নূর। এরপর অংশগ্রহণকারীগণ মুক্ত আলোচনায় বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর রাজনৈতিক নেতৃত্ব, মতাদর্শ ও দূরদর্শিতাসহ অবিসংবাদিত এ নেতার বিচিত্র ও বর্ণিল জীবন তুলে ধরেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুর উপর নির্মিত ভিডিও প্রদর্শনী ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সহকারি পরিচালক কানিজ ফাতেমা।