ইউএনডিপি বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গত ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২০ যথাক্রমে খুলনা জেলার দাকোপ উপজেলার কামারখোলা এবং বাগেরহাট জেলার রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেনসিয়াল রিপ্রেজেনটেটিভ গুয়েন ভ্যান-এর নেতৃত্বে পরির্দশন টিমে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)’ প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সরদার এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এছাড়া ইউএনডিপি বাংলাদেশের ব্যবস্থাপনা পর্যায় এবং সুন্দরবন অঞ্চলকেন্দ্রিক বাস্তবায়িত অন্যান্য প্রকল্পের কর্মকর্তাবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিনিধিগণ কামারখোলা ইউনিয়নে গ্রাম আদালতের চলমান শুনানি দেখেন। পাশাপাশি কামারখোলা ও রাজনগর ইউপি’র সুবিধাভোগী, এলাকার নাগরিক সমাজ এবং পরিষদসমূহের সাথে গ্রাম আদালত কার্যক্রমের ফলাফল, প্রভাব ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে ওয়েভ ফাউন্ডেশন-এর প্রকল্প সংশ্লিষ্ট কর্মী-কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।