লাইন-লোগো পদ্ধতিতে ধান রোপণ করলে চারার প্রতিটি গোছায় অধিক কুশি ছড়ানোসহ ফসলের জমিতে প্রয়োজনীয় আলো-বাতাস চলাচল করতে পারে। পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য সহজে পরিমিত মাত্রায় কীটনাশক প্রয়োগ ও সারের ব্যবহার করা যায় এবং আন্ত:পরিচর্যা করতে সুবিধা হয়। ফলে ধানের মোট উৎপাদন বৃদ্ধি পায়।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার শিঙ্গিয়া সৌর সেচ প্রকল্প ও কৃষিমোর্চার অর্ন্তভুক্ত ৩০ জন কৃষকের অংশগ্রহণে গত ১২ জানুয়ারি ২০২১ সরাসরি মাঠ পর্যায়ে ‘লাইন-লোগো পদ্ধতিতে ধান রোপণ’-এ উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উল্লিখিত পদ্ধতির সুবিধাসমূহ নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং ধান রোপণের এ কৌশল হাতে-কলমে শেখানো হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী। বিশেষ অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আনারুল ইসলাম এবং অরুণ কুমার। এছাড়া শিঙ্গিয়া কৃষিমোর্চার নেতৃবৃন্দ এবং ওয়েভ ফাউন্ডেশন-এর কর্মকর্তাগণ মাঠ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উৎপাদনশীলতা বৃদ্ধিসহ উত্তম কৃষিচর্চার অংশ হিসেবে ওয়েভ ফাউন্ডেশন-এর সৌর সেচ প্রকল্পের আওতাভুক্ত বিভিন্ন মাঠের কৃষকদের এ পদ্ধতিতে ধান রোপণের জন্য প্রদর্শনী প্লটসহ মাঠ প্রশিক্ষণ এবং উদ্বুদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt