গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলায় ৮-১৪ বছর বয়সী শিশুদের নিয়ে Out of School Children Education Program শুরু করতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ৫ জানুয়ারি ২০২১ সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের নিয়ে বেইজ লাইন সার্ভের বিষয়ে দিনব্যাপী এক ‘ওরিয়েন্টেশন কর্মশালা’ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, মোঃ নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৮-১৪ বছরের ঝরে পড়া এবং ভর্তি না হওয়া শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেওয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসা আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির মূল উদ্দেশ্য।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদিকুন নাহার, সহযোগী অধ্যাপক, আইইআর বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; আনোয়ার হোসেন, উপ-নির্বাহী পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন; এবং মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা প্রথমিক শিক্ষা অফিসার, চুয়াডাঙ্গা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ মোঃ সুরুজ্জামান, সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, চুয়াডাঙ্গা। এছাড়াও সংস্থার বেশ কিছু কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় এ কার্যক্রমের সার্বিক বাস্তবায়ন করবে ওয়েভ ফাউন্ডেশন। আলমডাঙ্গা উপজেলায় মাঠ পর্যায়ে সৃষ্টি সামাজিক উন্নয়ন সংস্থা সহযোগী হিসেবে কাজ করবে। এছাড়াও ৬ জানুয়ারি জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালায় সংস্থার উপ-নির্বাহী পরিচালক, আনোয়ার হোসেন অংশগ্রহণ করেন।