বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানবাধিকার দিবস’ উদযাপিত হয় এবং এর অংশ হিসাবে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ১০ ডিসেম্বর নারী নির্যাতনসহ সকল নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ এই শ্লোগানে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করে। আলোচনায় সভায় বলা হয়, এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ‘Recover Better-Stand Up for Human Rights’ অর্থ্যাৎ সাফল্যের পুনরুজ্জীবন ঘটাই- মানবাধিকারের পক্ষে দাঁড়াই’যা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। এবারের মানবাধিকার দিবস ভিন্ন এক প্রেক্ষাপটে আমাদের সামনে হাজির হয়েছে। প্রানঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত। করোনা মোকাবেলার সকল প্রচেষ্টার মূল কেন্দ্রবিন্দু-মানবাধিকার সুরক্ষা। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ কতৃ‍র্ক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এরপর থেকে প্রতিবছর মানবাধিকার বিষযে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিসেম্বরের ১০ তারিখে মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। আলোচনায় আরো উল্লেখ করা হয়, আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যেমন অঙ্গীকার রয়েছে, তেমনি আমাদের সংবিধানে সকল নাগরিকের জন্য আইনের  শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিতকরণের অঙ্গীকার রয়েছে। যা মানবাধিকারের সর্বজনীন ঘোষণা পত্রের সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। একারনে আমরা বিশ্বাস করি, নারী নির্যাতনসহ সকল নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়েতোলা এবং সকলের সমঅধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে সীমাবদ্ধতাগুলোকে জয় করার মধ্য দিয়ে আমরা আমাদের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আলোচনা শেষে ওয়েভ ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয় থেকে র‍্যালীটি শুরু হয়ে শ্যামলীর প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt