জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত সমুদ্রের স্তর বাড়ছে এবং প্রাকৃতিক দূর্যোগ আরও চরমরূপে আমাদের সামনে হাজির হচ্ছে। যার বিরূপ প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে আর মানুষের দৈনন্দিন জীবন-জীবিকার উপর।
এ প্রেক্ষাপটে ২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তির উদ্দেশ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপযুক্ত আর্থিক প্রবাহ, নতুন প্রযুক্তি কাঠামো এবং উন্নত ক্ষমতা কাঠামোর মাধ্যমে দেশগুলোর দক্ষতা আরও জোরদার করা। এতে জলবায়ু পরিবর্তনের হুমকির বিষয়গুলোর প্রতি বিশেষ নজর এবং করণীয় সম্পর্কে গুরুত্ব দেয়া হয়েছে।
তারই ধারাবাহিকতায় সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় চলছে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম। এ বছরের জানুয়ারি মাস থেকে ব্রিটিশ কাউন্সিল-এর সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন ‘একটিভ সিটিজেনস-ডিজিটাল মডেল’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। যার মূল উদ্দেশ্য এদেশের তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে অবহিত করা এবং এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা দেয়া। প্রকল্পের অধীনে গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অনলাইন ভিত্তিক প্রশিক্ষণ। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা, চুয়াডাঙ্গা এবং পঞ্চগড়ে ৭টি ব্যাচে মোট ১৪৩জন যুবকে লিডারশিপ এবং জলবায়ু কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে যুবরা তাদের নিজেদের কমিউনিটিতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে।
জাতিসংঘের উদ্যোগে ২০৩০ সালের মধ্যে যে টেকসই উন্নয়ন বাস্তবায়নের কথা বলা হয়েছে, তার মধ্যে জলবায়ু কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এদেশের যুব সমাজ যদি এ লক্ষ্যে কাজ করে তাহলে বলাই বাহুল্য যে, পূব আকাশে আশার আলো দৃশ্যমান।