স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। গ্রামাঞ্চলের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং গতানুগতিক ঝাড়, ফুক, কবিরাজী ইত্যাদি চিকিৎসা প্রথার পরিবর্তে উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়। স্বাস্থ্য ক্যাম্পকে সফল ও জনবান্ধব করার লক্ষ্যে আগে থেকেই জরিপের মাধ্যমে ভুক্তভোগী রোগীদের সাথে কথা বলে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ রোগ নির্বাচন করা হয় এবং সে আলোকে বিশেষজ্ঞ ডাক্তার ঠিক করা হয়।
সে ধারাবাহিকতায় গত ১৪ মে ২০২৩ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদ চত্বরে নাক, কান ও গলা রোগে আক্রান্ত অতি-দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশন ও ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে এবং পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় ক্যাম্পটি পরিচালিত হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, প্রবীণ, ওয়ার্ড ও যুব কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডা. সুমন কর্মকার। কেডিকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রান্তিক এবং দরিদ্র নারী-পুরুষ ও শিশুসহ মোট ১১৭ জন রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্রসহ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়া জটিল রোগে আক্রান্ত আরও ৫০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শসহ অন্য স্থানে এবং জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
প্রত্যন্ত গ্রামে থেকেই একজন স্বনামধন্য বিশেষজ্ঞ ও সার্জনের চিকিৎসা সেবা পেয়ে উপস্থিত সকলে আবেগে আপ্লুত। ফ্রি স্বাস্থ্য ক্যাম্প আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তাসহ মাঠ পর্যায়ে নিয়োজিত স্বাস্থ্য পরিদর্শকগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপস্থিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিসহ সকলেই এ আয়োজনের জন্য ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।