২০২২ এর জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বর্তমানে দেশে ১৫-২৯ বছর বয়সী যুবদের সংখ্যা ৪ কোটি ৫৯ লাখ যা মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ। এই বিশাল যুব সমাজ দেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজের ইতিবাচক পরিবর্তনে অবিস্মরণীয় ভূমিকা রাখতে পারে। বিশ্বব্যাপী সামগ্রিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে যুব সমাজের অবদানের জন্য প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। সে ধারাবাহিকতায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও দিবসটি পালিত হয়। এ প্রেক্ষাপটে গত ১৪ আগস্ট ২০২২ ওয়েভ ফাউন্ডেশন তার বিভিন্ন কর্মএলাকায় যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উদযাপন করে।
এ দিন ওয়েভ ফাউন্ডেশনের যুব প্লাটফর্ম ইয়ুথ এসেম্বলির উদ্যোগে যুবদের অংশগ্রহণে ঢাকায় এক বর্ণিল আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় রাজধানীর শ্যামলী পার্কে দিবসটিকে ঘিরে র্যালির মাধ্যমে দিনটি শুরু হয়। মুক্ত আলোচনা, যুবদের তৈরি পোস্টার উপস্থাপন এবং ছবি তোলার মাধ্যমে আয়োজনটি শেষ হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “বয়স নির্বিশেষে সাম্য: সব বয়সীদের জন্য এক বিশ্ব।“ যুবদের পাশাপাশি নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে সকল বয়সের মানুষের সমাগমে দিবসটি পালিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন এতে উপস্থিত থেকে বলেন, “যুব-বয়স্ক সকলে পাশাপাশি হাত ধরে একসাথে কাজ করতে পারলে অমরা এগিয়ে যাবো। কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আন্তঃপ্রজন্ম সংহতি প্রয়োজন। আমরা জাতিগতভাবে হাজার বছর ধরে এটা চর্চা করে আসছি। কিন্তু বর্তমানে জেনারেশন গ্যাপ লক্ষণীয়। তাই এখন এটিকে নতুন করে ভাববার সময় এসেছে।” অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুবনেতা মাসুদ পারভেজ অভি।
ঢাকার পাশাপাশি সংস্থার কর্মএলাকা চুয়াডাঙ্গা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী ও মানিকগঞ্জে বিভিন্ন প্রকল্পের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।