জিআইজেড-এর প্রোগ্রাম ডিরেক্টর ড. ডানা ডি লা ফরটেইন-এর নেতৃত্বে এক বিশেষ প্রতিনিধি-দল গত ১ ডিসেম্বর সংস্থার ‘জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প’র কর্মএলাকা পরিদর্শন করেন। প্রতিনিধিদলে আরও ছিলেন কনসালট্যান্ট কারসটেইন জেহনার, এডভাইজার ইসাবেলা কুইস এবং এডভাইজার মো. ইশতিয়াক। খুলনা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের রায়েরমহলে জিআইজেড-এর আর্থিক সহযোগিতায় ২০১৮ সালের নভেম্বর থেকে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
পরিদর্শনকালে প্রকল্পের উপকারভোগীরা তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। এছাড়া এড. মেমরী সুফিয়া রহমান শুনু, সংরক্ষিত আসন-০৫ ও প্যানেল মেয়র এবং শেখ মোসারফ হোসেন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত থেকে তাদেরকে স্বাগত জানান। প্রতিনিধি দল ৪ জন উপকারভোগীর ছাগল খামার পরিদর্শন করেন এবং তাদের আর্থিক অবস্থার পরিবর্তন বিষয়ে কথা বলেন। অতঃপর প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় কমিউনিটির সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় প্রোগ্রাম ডিরেক্টর ড. ডানা ডি লা ফরটেইন উপকারভোগীদের ছেলেমেয়েদের শিক্ষা, চিকিৎসাসহ স্বাস্থ্যকর ল্যাট্রিন এবং নিরাপদ ও সুপেয় পানি ব্যবহারে তাদের অভিগম্যতার বিষয়ে জানতে চান। তিনে বলেন,’প্রকল্পটি বাস্তবায়নে ৩টি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। যথা- ১) পরিবার পর্যায়ে আয়বৃদ্ধি ২) খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ৩) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতা ও সমক্ষতা বৃদ্ধি। সফল বাস্তবায়নের ফলে প্রকল্প এলাকায় একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। নারীদের আয়বর্ধক কাজের সাথে সম্পৃক্ততা বেড়েছে, যা সংশ্লিষ্ট নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত করেছে। এলাকার অন্যান্য নারীদের মধ্যে ছাগল পালনের আগ্রহ তৈরি হয়েছে। যারা এখনও আয়বর্ধক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হননি তাদের জন্য ছাগল পালন একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সংশ্লিষ্ট কমিউনিটিকে জলবায়ু ঘাত-সহিঞ্চু হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।’