বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে সংস্থার ইয়ুথ এসেম্বলি গত ৫-১২ জুন দেশব্যাপী ”গ্রীন জেনারেশন চ্যালেঞ্জ” নামে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। যুব সদস্যরা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে পরিবেশের যে বৈরী রূপ তা থেকে উত্তরণের সহজ আর কার্যকরী উপায় হচ্ছে বৃক্ষরোপণ। তাই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে ইয়ুথ এসেম্বলি সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করে।
গ্রীন জেনারেশন চ্যালেঞ্জ শিরোনামে আয়োজিত ক্যাম্পেইন কর্মসূচি ছিল সবার জন্য উন্মুক্ত। কর্মসূচিতে অংশগ্রহণ করতে প্রত্যেককে নিজের এলাকায় এক বা একাধিক গাছ লাগিয়ে তার ছবি ফেসবুকে নিজের টাইমলাইনে পাবলিক পোস্ট করে, আরও পাঁচ জন বন্ধুকে গাছ লাগানোর চ্যালেঞ্জ দিতে বলা হয়। জলবায়ুর ইতিবাচক বৈশ্বিক পরিবর্তন আনতেই এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া হয় সমাজের উদ্দেশ্যে।
ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, লালমনিরহাট, শ্রীপুর, মাগুরা, পঞ্চগড়, ঝিনাইদহ, চুয়াডাঙ্গাসহ বাংলাদেশের বিভিন্ন জেলার তরুণ-তরুণীরা ইয়ুথ এসেম্বলির এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। যুবদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণকারীরাও এ কর্মসূচিতে অংশগ্রহণ করে, যা দেশব্যাপী ব্যাপকভাবে সাড়া ফেলে। গ্রীন জেনারেশন চ্যালেঞ্জ কর্মসূচির অধীনে সারাদেশে প্রায় ৫ হাজারের অধিক বৃক্ষরোপণ করা হয়। করোনা মহামারীর এই সময়ে একদিকে যেমন জীবন ঝুঁকি, অন্যদিকে তেমনি বারবার ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো দুর্যোগ ঘটে চলেছে। এমন সময়ে ইয়ুথ এসেম্বলির সময়োপযোগী গ্রীন জেনারেশন চ্যালেঞ্জ কর্মসূচি পরিবেশ রক্ষায় কাজ করার ক্ষেত্রে উৎসাহের সৃষ্টি করেছে। যা বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে জলবায়ু পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে সকলের বিশ্বাস।