ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় সংস্থা স্বল্প ব্যয়ে টয়লেটে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম নির্মাণের জন্য ক্ষুদ্রঋণ সমিতির সদস্যদের উদ্বুদ্ধকরণসহ কারিগরি সহায়তা প্রদান করছে। ২০২০ সালে কোভিড-১৯ শুরু হওয়ার পর সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই ব্যবস্থা গ্রহণের জন্য টয়লেট প্রতি সদস্যদের খরচ হয় মাত্র ৮০০ থেকে ১০০০ টাকা। যা ব্যাপকভাবে চালু হলে বৃষ্টির পানিকে কাজে লাগানোর মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করা সম্ভব।
বাংলাদেশে সাধারণত টয়লেটে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহারের প্রচলন নেই। বিশেষ করে বর্ষার সময়ে ঘরের বাইরে অবস্থিত টয়লেটগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে মানুষের মধ্যে অনীহা রয়েছে। এ মৌসুমে টয়লেট নিয়মিত পরিস্কার রাখার জন্য ব্যবহারকারীরা যাতে হাতের কাছে পর্যাপ্ত পানি পান, সে উদ্দেশ্যে টয়লেটের সাথে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার চিন্তা করা হয়। টয়লেটে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম প্রবর্তনের ফলে বর্তমানে এ এলাকার মানুষের অভ্যাসে অনেকখানি পরিবর্তন এসেছে। সদস্যরা টয়লেটে নিয়মিতভাবে প্রয়োজনীয় পানি ব্যবহার করতে পারছেন, যা তাদের স্বাস্থ্য ও পারিপার্শ্বিক পরিবেশ সুরক্ষিত রাখছে। সংস্থা অন্যান্য কর্মএলাকায়ও এ বিষয়ে সাধারণ মানুষের ধারণায় পরিবর্তন আনার জন্য উদ্বুদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে।