সংস্থার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ট্রাক্টর-পাওয়ার টিলারের পর সরকারি অনুদান সহায়তায় ‘শিঙ্গিয়া কৃষি মোর্চা’র কৃষি যন্ত্র বহরে এবার যুক্ত হলো কম্বাইন হারভেস্টার। গত ১২ এপ্রিল ২০২১ ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ‘কৃষি যন্ত্র বিতরণ’অনুষ্ঠানে মোর্চার নেতৃবৃন্দের হাতে কম্বাইন হারভেস্টারের চাবি তুলে দেয়া হয়। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান মোছা. শরিফুন্নেছা মিকি, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহাসীন আলী প্রমুখ। উল্লেখ্য, সংস্থার নবায়নযোগ্য শক্তি কর্মসূচির অধীনে সৌর সেচ প্রকল্পের কৃষক সংগঠন ‘শিঙ্গিয়া কৃষি মোর্চা’কোটচাঁদপুর উপজেলায় পিকেএসএফ-এর সহায়তায় ‘কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প’বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ইতিপূর্বে শিঙ্গিয়া কৃষি মোর্চাকে ট্রাক্টর, রোটাভেটর, পাওয়ার টিলার এবং ট্রাক্টর ও পাওয়ার টিলারের জন্য ২টি ট্রলি ও মোর্চার অফিসসহ কৃষি যন্ত্রসমূহ রক্ষণাবেক্ষণের জন্য একটি শেড নির্মাণ বাবদ ঋণ সহায়তা এবং অনুদান প্রদান করা হয়েছে।