অর্থনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করলেও নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে থেকেই বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টিসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছিল। সরকারি- বেসরকারি নানান জরিপ অনুযায়ী দেশে বর্তমানে প্রায় ৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করছে, যাদের  বেশিরভাগই মৌলিক অধিকার, মর্যাদাপূর্ণ জীবিকায়ন এবং রাজনৈতিক ক্ষমতার দিক থেকে অনেক দূরে অবস্থান করে থাকেন। বিশেষ করে এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে আদিবাসী, দলিত, হিজড়া এবং বিশেষভাবে সক্ষম মানুষের জীবনমানের তেমন কোনো উন্নয়ন ঘটেনি।

বিদ্যমান এ বাস্তবতায়, ওয়েভ ফাউন্ডেশন `Empowering left behind minority communities to effectively participate in the development process of Bangladesh’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। ক্রিশ্চিয়ান এইডের কারিগরি এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি দেশের তিন বিভাগের ৮ জেলার ৭৩ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। কার্যক্রমের অংশ হিসেবে বিগত ২৬ এপ্রিল ২০২১ প্রকল্পের কর্মীদের নিয়ে অনলাইনে এক ‘ওরিয়েন্টেশন’অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে সংস্থার পরিচিতির পাশাপাশি অধিকার ও সুশাসন সম্পর্কিত ধারণা, প্রকল্পের কার্যক্রম, বাস্তবায়ন কৌশল, মনিটরিং এবং ফলাফল অর্জনসহ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় প্রকল্প কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক মহসিন আলী।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt