“অনেকের মুকেই (মুখে) কম্বল দিয়ার কতা শুনি, কেউ আজও এটটাও (একটা) দিইনি, ওয়েব (ওয়েভ) থিকেই (থেকে) প্রথম পেলাম।” কম্বল পাবার পর হাসিমুখে কথাগুলো বলছিলেন প্রতাপপুর গ্রামের বৃদ্ধা অতিদরিদ্র ছাহেরা খাতুন।
ওয়েভ ফাউন্ডেশন এবং পিকেএসএফ-এর যৌথ অর্থায়নে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে ‘সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচিটি এ ইউনিয়নের প্রবীণদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে।
গত ২৮ ডিসেম্বর ২০২০ জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সৌজন্যে ‘বাঁকা প্রবীণ সামাজিক কেন্দ্র’ এলাকার ৪০ জন দরিদ্র-অসহায়-অসচ্ছল প্রবীণদের শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এস. এম. মুনিম লিংকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবীণদের হাতে কম্বল তুলে দেন। তিনি বলেন, “ওয়েভ ফাউন্ডেশন-এর মাধ্যমে প্রবীণদের জন্য এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” বিশেষ অতিথি বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের প্রধান বলেন, “ওয়েভ ফাউন্ডেশন আমার ইউনিয়নে সব সময় সহযোগিতা করে আসছে, তারই ধারাবাহিকতায় আজকের এই উদ্যোগ।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁকা ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুর রশীদ। আরো উপস্থিত ছিলেন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, প্রবীণ সামাজিক কেন্দ্রের জমিদাতা মো. শাহাবুদ্দীন মালিথাসহ এলাকার বেশকিছু বিশিষ্টজন। সংস্থার ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র অধীনে বর্তমানে দরিদ্র প্রবীণদের বয়ষ্ক ভাতা প্রদান, অতিদরিদ্র প্রবীণদের মৃত্যু পরবর্তী আচার-অনুষ্ঠানের জন্য নগদ অর্থ প্রদান, প্রবীণবান্ধব সামাজিক কেন্দ্র নির্মাণ ও পরিচালনা, সরকারি পর্যায়ে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার ভিত্তিতে প্রবীণদের পক্ষে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তির সাথে এডভোকেসি-লবি-সংলাপ-যোগাযোগ স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।