বর্তমানে অনলাইন তথ্য প্রবাহ আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে, সেখানে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য সামাজিক বিশ্বাস নষ্ট করে এবং সম্প্রীতি বিপন্ন করে। এ বিষয়ে সচেতনতা তৈরিতে ২৩ নভেম্বর ২০২৪ ইয়ুথ এসেম্বলি ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সংস্থার প্রধান কার্যালয়ের সেমিনার রুমে “Fact Checking: Navigating Truth Amidst Rumors and Misinformation” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়।

বিশ্বব্যাপী নাগরিক অধিকার সুরক্ষা এবং নাগরিক সমাজের উদ্যোগকে শক্তিশালী করার উদ্দেশ্যে গঠিত জোট সিভিকাস এর গ্লোবাল পার্সপেক্টিভস ২০২৪ বা মেম্বারশিপ এনগেজমেন্ট মান্থ-এর অংশ হিসেবে আয়োজিত এ কর্মশালা ডিজিটাল যুগে ভুল তথ্য মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে অংশগ্রহণকারীদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলে। বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সিভিল সোসাইটি সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ ৩০ জনেরও বেশি অংশগ্রহণকারী কর্মশালায় অংশ নেন।

ফ্যাক্ট ওয়াচ বাংলাদেশ এর ফ্যাক্ট চেকিং বিশেষজ্ঞ শুভাশীষ দীপ কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় ভুল তথ্যের বিভিন্ন মাধ্যম যেমন টেক্সট, ছবি, ভিডিও এবং এআই-জেনারেটেড কনটেন্ট নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা রিভার্স ইমেজ সার্চ এবং এআই ভিডিও ডিটেক্টরের মতো টুলস সম্পর্কে শিক্ষা লাভ করেন। কর্মশালায় হাতে-কলমে অংশগ্রহণকারীদের তাৎক্ষণিকভাবে তথ্য যাচাইয়ের অনুশীলন করানো হয়।

“এই প্রশিক্ষণ আমার অনলাইন কনটেন্টের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে,” বলেন সুমাইয়া আক্তার, ইডেন মহিলা কলেজের একজন অংশগ্রহণকারী। “আমি এখন ভুল তথ্যের মোকাবিলা করতে এবং দায়িত্বশীল অনলাইন আচরণ গড়ে তুলতে আরও বেশি আত্মবিশ্বাসী।”

কর্মশালায় ভুল তথ্যের সামাজিক প্রভাব, যেমন ঘৃণাত্মক বক্তব্য এবং স্টেরিওটাইপিং নিয়ে আলোচনা করা হয়। লেটারাল রিডিং এবং প্রিবাঙ্কিং কৌশলসহ বিভিন্ন পদ্ধতি শেখানোর মাধ্যমে অংশগ্রহণকারীদের সমালোচনামূলক বিশ্লেষণ ক্ষমতা ও ভুল তথ্য প্রতিরোধে দক্ষ করে তোলা হয়।

“আমি এমন কিছু কৌশল শিখেছি যা শুধু আমাকে নয়, আমার কমিউনিটিকেও ভুল তথ্য মোকাবিলায় সাহায্য করবে,” বলেন আরিফ হোসেন, ইয়ুথ পলিসি ফোরামের একজন সদস্য। “এই উদ্যোগটি একটি সচেতন সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালাটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়। ইয়ুথ এসেম্বলি ও ওয়েভ ফাউন্ডেশন দেশব্যাপী গুজব ও ভুল তথ্য প্রতিরোধে এ ধরণের কর্মশালা আয়োজন অব্যাহত রাখবে বলে জানানো হয়।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt