সংস্থার অন্যতম নেটওয়ার্ক খাদ্য অধিকার বাংলাদেশের উদ্যোগে গত ১৪-২৯ অক্টোবর পর্যন্ত ‘বিশ্ব খাদ্য দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রচারাভিযান কর্মসূচির আয়োজন করা হয়। দেশের ৪০টি জেলায় জমায়েত, আলোচনা, র্যালি, স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ অক্টোবর ২০২৩ জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত, আলোচনা ও র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি জাতীয় প্রেসক্লাবের ফটক থেকে শুরু হয়ে সুপ্রীম কোর্ট সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়। খাদ্য অধিকার বাংলাদেশের সমন্বয়কারী ও ওয়েভ ফাউন্ডেশন -এর সুশাসন, অধিকার ও ন্যায্যতা কর্মসূচির উপ-পরিচালক কানিজ ফাতেমার সমন্বয়ে এবং সংস্থার কর্মসূচি ব্যবস্থাপক লিপি আমেনার সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে নেটওয়ার্কের সদস্য সংগঠন বাংলাদেশ কৃষক ফেডারেশন, নারী মৈত্রী, কারিতাস বাংলাদেশ, বাংলাদেশ সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কৃষক প্রতিনিধিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এছাড়া ওয়েভ ফাউন্ডেশনের যুব নেটওয়ার্ক ‘ইয়ুথ এসেম্বলি’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যুবরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। নেটওয়ার্কের পক্ষে কর্মসূচির প্রচারণাপত্র পাঠ করেন পাপেল কুমার সাহা। খাদ্য উৎপাদন ও জীবনধারণে প্রয়োজনীয় পানি নিশ্চিত করা, খাদ্যদ্রব্যের উর্ধ্বগতির বর্তমান বাস্তবতায় গ্রাম ও শহরাঞ্চলের প্রান্তিক ও শ্রমজীবী মানুষের জন্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা, আয় বৈষম্য কমানো, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, খাদ্য সরবরাহ ও দামকে প্রভাবিত করে এমন কিছু পদ্ধতিগত শক্তির বিপরীতে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বাজার তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব প্রদানসহ বিভিন্ন দাবি উঠে আসে আয়োজকদের কন্ঠে।