ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির অন্তর্ভুক্ত শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল, জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল। শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীসহ নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির অন্তর্ভুক্ত শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৭৫০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অতিথি জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দীন মোড়ল, জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল। শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীসহ নাগরিক সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পিকেএসএফ-এর সহযোগিতায় অনুষ্ঠানকালীন জীবননগর উপজেলার সীমান্ত, বাঁকা ও মনোহরপুর ইউনিয়নের ২৫টি বৈকালিক শিক্ষা সহায়তা কেন্দ্রের ২৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৩টি করে মোট ৭৫০টি গাছের চারা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসব ফলজ ও বনজ গাছের চারা হাতে পেয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীরা অত্যন্ত খুশী হয় এবং তাদের চোখে-মুখে ফুটে ওঠে অদূর ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গড়ার এক দৃঢ় প্রত্যয়। উল্লেখ্য, পরবর্তীতে জীবননগর ও দামুড়হুদা উপজেলার ৬টি ইউনিয়নের ১৬৬টি শিক্ষা সহায়তা কেন্দ্রের ৩১৪২ জন শিক্ষার্থীর মাঝে আরো ৯৪২৬টি (বাতাবী লেবু, মেহগনি ও আম) গাছের চারা বিতরণ করা হবে।