View in your browser
header_may22

South-South And Triangular Cooperation শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারে ওয়েভ ফাউন্ডেশন-এর অংশগ্রহণ

may.2
গত ২০ এপ্রিল ২০২২ নরেক (Norwegian Agency for Exchange Cooperation-Norec) এর উদ্যোগে ‘South-South And Triangular Cooperation’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। যেখানে সংস্থার সহকারী পরিচালক নাজমা সুলতানা লিলি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে বিগত ৫ বছরে Norec Exchange Program এর অধীন বাস্তবায়িত কার্যক্রম, অভিজ্ঞতা এবং অর্জন সম্পর্কে তুলে ধরেন। ভিডিও প্রেজেন্টেশনে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী এবং ধান ফাউন্ডেশনের প্রোগ্রাম লিডার এম. কল্যাণসুন্দরমসহ প্রকল্প সংশ্লিষ্টগণ তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন নরেকের মহাপরিচালক জান ওলাভ বারোয়াই।

অনুষ্ঠানের রেকর্ড ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
Webinar on South-South and Triangular Cooperation

'খাদ্য অধিকার বাংলাদেশ' নেটওয়ার্কের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

may1_22
সাম্প্রতিক সময়ে করোনা মহামারীতে স্থবির অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাড়তি চাপ সামলাতে সমাজের প্রায় সর্বস্তরের মানুষের হিমশিম অবস্থা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিশেষত প্রান্তিক জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষের উপর খাদ্য নিরাপত্তা ইস্যুতে নেতিবাচক প্রভাব ফেলছে, যা ক্রমেই শঙ্কার বিষয়ে পরিণত হচ্ছে। এ অবস্থা উত্তরণে সরকারের দিক থেকে বাজার মনিটরিং, টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ প্রভৃতি উদ্যোগ অপ্রতুল। মূল্যস্ফীতির সাথে তাল রাখতে গিয়ে সাধারণ মানুষ আর পেরে উঠছে না।

উচ্চমূল্যের নিরাপদ সবজি চাষে কল্পনা রানীর ভাগ্য বদল

may-3_22
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পূর্ব গোলখালী গ্রামের বাসিন্দা কল্পনা রানী। স্বামী অনিল গাইন পেশায় একজন কৃষক। স্বামীর কৃষি কাজে কল্পনা রানীও প্রায় সাহায্য করে থাকেন। কিন্তু আধুনিক ও সঠিক পদ্ধতি না জানায় কৃষিকাজ থেকে যে আয়-রোজগার হয় তা দিয়ে খুব কষ্টে তাদের সংসার চলে। কল্পনা রানী বলেন, "গত বছর ওয়েভ ফাউন্ডেশনের দুইজন স্যার আইসা মোগো লগে অনেক বিষয়ে কথা কই আর ঘরের ছবি নেয়। তখনই প্রসপারিটি প্রকল্পের কথা জানতি পারি। গরিব লোকদের অবস্থা ফিরাইতে এ প্রকল্প কাজ করছে।”

স্বাস্থ্য ক্যাম্প থেকে চিকিৎসা পেলো ১৪৬ জন অতিদরিদ্র মানুষ

may-4_22
"আমার বাড়ি মেদিনীপুর, আমি খুবই গরীব মানুষ, কানের সমস্যা নিয়ে অনেকদিন ধরে খুব ভুগছি বাবা, আমার এতো টাকা নেই যে চুয়াডাঙ্গায় গিয়ে ডাক্তার দেখাবো। যারা এতো বড় ডাক্তার নিয়ে এসে আমার মতো গরিব মানুষের চিকিৎসা করাইলো আল্লাহ তাদের ভালো করুক।” চিকিৎসা গ্রহণের পর কথাগুলো বলছিলেন ৬৫ বছর বয়সী অতিদরিদ্র আশুরা বেগম।

এডভোকেসি নেটওয়ার্ক এবং সিএসও সদস্যদের ত্রৈমাসিক সভা প্রশিক্ষণ

may.5.2
একটি ন্যায্য ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার রূপকল্প নিয়ে ওয়েভ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। সে ধারাবাহিকতায় কাউকে পিছনে রেখে নয় এমন লক্ষ্য বাস্তবায়নে Empowering left behind minority communities to effectively participate in the development process of Bangladesh- ELMC প্রকল্পের কাজ শুরু হয়েছে। যার প্রধান উদ্দেশ্য হল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

দই মিষ্টির ব্যবসায় জলি রানীর স্বচ্ছলতা

may-6_22
জলি রানী ঘোষ (৫০) নাটোর সদর উপজেলার ছাতনী গ্রামের একজন গৃহিনী। বাল্য বয়সেই বাবার বাড়ি নওগাঁ হতে বৈবাহিক সূত্রে স্থান হয় নাটোরে। বিয়ের পর থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলতে থাকে জলির দিনলিপি। চারজনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী সনত কুমার ঘোষ পেশায় একজন ভ্যান চালক। ভ্যান চালিয়ে যা আয় হয়, তা দিয়ে কোন মতে দিনের চাল কেনা সম্ভব হলেও তরকারি কেনা সম্ভব হয় না। সে কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2022
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin