View in your browser
header_april

ওয়েভ ফাউন্ডেশন-এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উযাপন

newsletter_cover
গত ২৪ এপ্রিল ২০২২ ওয়েভ ফাউন্ডেশন-এর ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মহসিন আলী জেনারেল বডি ও গভর্নিং বডির সদস্য, সর্বস্তরের কর্মী-কর্মকর্তা, অংশীজন, লোকমোর্চা ও নাগরিক সহযোগী, সহযোগী সংস্থা, দাতা সংস্থা, ব্যাংকসহ সকল শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। একইসাথে সংস্থার সকল কর্মী-কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘অনলাইন আলোচনা সভা’য় দীর্ঘ পথচলার ধারাবাহিকতায় দেশের উন্নয়ন নিশ্চিতকরণে- ‘দারিদ্র্য মুক্তি ও বৈষম্যের বিরুদ্ধে, উন্নত জীবনের জন্য একসাথে’ লড়াইয়ে দৃঢ়তার সাথে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান।

‘সামাজিক সুরক্ষা কর্মসূচির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে
নাগরিকদের দাবি উত্থাপন’ প্রকল্প

april22.1
ওয়েভ ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির কার্যকর ও যথাযথ বাস্তবায়নের কাজ শুরু করে। সেই থেকে একটি পরিপূর্ণ ডাটাবেস, উপকরণের পরিবর্তে আর্থিক সহায়তা, কার্যকর মনিটরিং ও মূল্যায়ন প্রক্রিয়া, পরিচালনার জন্য আলাদা বিভাগ/অধিদপ্তরসহ একটি সমন্বিত নীতি প্রণয়নের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ সরকার জুলাই ২০১৫ সালে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) চালু করে এবং এনএসএসএস ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির যথাযথ বাস্তবায়নে উল্লিখিত বিষয়গুলোতে গুরুত্বারোপ করে ।

কমিউনিটি লাইব্রেরি স্থাপনে
কিশোর-কিশোরী ক্লাবে বই বুকসেলফ বিতরণ

april22.2
গত ৩০ মার্চ, ২০২২ কুষ্টিয়া জেলার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর মিলনায়তনে কিশোর-কিশোরী ক্লাবের কমিউনিটি লাইব্রেরি স্থাপনের উদ্দেশ্যে বই ও বুকসেলফ্ বিতরণ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, সাংবাদিক, অভিভাবক, এনজিওকর্মী ও সরকারি কর্মকর্তাসহ মোট ১৪৫ জন অংশগ্রহণ করেন। সংস্থার কৈশোর কর্মসূচির উদ্যোগে উপজেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও পুলিশ প্রশাসনের সাথে কিশোর-কিশোরীদের এ আলোচনার সুযোগ হয়।

সোনীয়ার স্বপ্নপূরণে উপার্জন হবে দুই-হাতে সমানতালে

april22.3
সোনীয়া বেগম ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত প্রসপারিটি প্রকল্পের মেঘনা পিভিসির (প্রসপারিটি ভিলেজ কমিটি) সদস্য। চরম দারিদ্র্য ও সচেতনতার অভাবে মাত্র ১৪ বছর বয়সে ৮ম শ্রেণীতে পড়াকালীন একই গ্রামের মজিবর সরদারের সাথে তার বিয়ে হয়। বর্তমানে স্বামী এবং দুই সন্তান নিয়ে তার সংসার। স্বামী দিনমজুর হিসেবে মানুষের বাড়িতে কাজ করেন। মাঝে মাঝে জেলেদের সাথে নদীতে মাছ ধরতে যান। কোনো কোনো মৌসুমে টাকা-পয়সা ভাল উপার্জন হলেও অধিকাংশ সময়েই তেমন কোনো আয় থাকে না। অনেক কষ্ট করে তাদের সংসার চালাতে হয়।

প্রবীণরা আছেন বলেই সমাজ আজ সমৃদ্ধ আর নবীনরা অনুপ্রাণিত

april22.4
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রতি বছরের ন্যায় এবারও ২ এপ্রিল ২০২২ নবীন-প্রবীণদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান।

রাজশাহীতে সিটিজেন লেড এসেসমেন্ট শুরু করেছে ওয়েভ ফাউন্ডেশন

april22.5
সংস্থা স্ট্রীট চাইল্ড ইউকে-এর সহায়তায় ‘শিশুদের শিক্ষার মূল্যায়ন‘ বিষয়ক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি জাতীয়ভাবে টেকসই উন্নয়ন লক্ষ্য-৪ ‘সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা‘ নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষালাভের সুযোগ সৃষ্টি’ অর্জনে কাজ করছে। প্রকল্প কাজের অংশ হিসেবে রাজশাহীতে পরীক্ষামূলকভাবে সিটিজেন লেড এসেসমেন্ট শুরু হয়েছে।

RMTP প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ
সেক্টরে বিদ্যমান পলিসির প্রয়োগ উন্নয়ন
বিষয়ে মাল্টিস্টেকহোল্ডার কর্মশালা

april22.6
গত ৭ এপ্রিল, ২০২২ Rural Microenterprise Transformation Project (RMTP)-এর আওতায় ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন‘ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে চুয়াডাঙ্গা জেলার প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে প্রাণিসম্পদ সেক্টরে বিদ্যমান পলিসির প্রয়োগ ও উন্নয়ন বিষয়ে মাল্টিস্টেকহোল্ডারদের সাথে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। পিকেএসএফ এবং ইফাদ ও ড্যানিডার আর্থিক ও কারিগরি সহযোগিতায় মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2022
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin