View in your browser
header_nov-dec22

ইএলএমসি প্রকল্পের উদ্যোগে জাতীয় পর্যায়ে আলোকচিত্র প্রদর্শনী

1_nov23.
ওয়েভ ফাউন্ডেশন প্রতিষ্ঠার শুরু থেকেই একটি ন্যায্য ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার রূপকল্প নিয়ে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। সে ধারাবাহিকতায় ‘কাউকে বাদ দিয়ে নয়’- এমন লক্ষ্য বাস্তবায়নে সংস্থা রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ৮ জেলায় ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ (Empowering left behind minority communities to effectively participate in the development process of Bangladesh Project-ELMC) প্রকল্প বাস্তবায়ন করছে। ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় প্রকল্পের উদ্যোগে গত ২২-২৩ ও ২৫ নভেম্বর ২০২২ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকায় ‘মর্যাদাপূর্ণ জীবিকার লড়াই: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন ও জীবিকা’ বিষয়ক এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদের উন্নয়নে খাদ্য নিরাপত্তার সম্ভাবনা

6.1_nov23.
বাংলাদেশের গ্রামীণ পরিবারের আয়ের অন্যতম উৎস গবাদি প্রাণী। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে গবাদি প্রাণী ক্ষতির ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি রোগবালাইয়ের আকস্মিক প্রাদুর্ভাবে মৃত্যুঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। দেশে প্রাণিসম্পদের ঝুঁকি নিরসনে কোনো বীমা বা কৃষকের ক্ষতিপূরণে উল্লেখযোগ্য কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কার্যকর নেই। গবাদি প্রাণিখাতের সম্প্রসারণে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও ঝুঁকি নিরসনে ওয়েভ ফাউন্ডেশন এসডিসি ও পিকেএসএফের সহযোগিতায় Strengthening Resilience of Livestock Farmers through Risk Reducing Services শিরোনামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে ‘প্রাণিসম্পদের উন্নয়নে খাদ্য নিরাপত্তার সম্ভাবনা’ বিষয়ে নির্মিত ভিডিও ডকুমেন্টারি।

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ উদযাপন এ সংস্থার অংশগ্রহণ

2.1_multi_pic
গত ৯ ডিসেম্বর ছিল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ‘বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন’ সারাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা পর্যায়ে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে সফলভাবে দিবসটি উদযাপন করে। সে ধারাবাহিকতায় ওয়েভ ফাউন্ডেশনও দিবসটির প্রতিপাদ্যের প্রতি সম্মান প্রদর্শন এবং দুর্নীতির বিরুদ্ধে ‘না’উচ্চারণ করে দুর্নীতিমুক্ত সুন্দর আগামীর প্রত্যাশায় শপথ নেয়।

ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে দুটি কোর্সের সমাপনী ও সনদ বিতরণ

3_nov23.
দেশের বেকার নারী-পুরুষদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের লক্ষ্যে গত ১০ নভেম্বর ২০২২ ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত Skills for Employment Investment Program-SEIP প্রকল্পের আওতায় শেষ হলো ৩ মাস মেয়াদি ফ্যাশন গার্মেন্টস ও মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কোর্স। চূড়ান্ত মূল্যায়ন শেষে কোর্সের ৫০জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। ২০১৬ সাল থেকে সংস্থা এ প্রকল্পের অধীনে ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টার, দর্শনা, চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ফ্যাশন গার্মেন্টস, মোবাইল ফোন সার্ভিসিং, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইন্টেনেন্স এবং গ্রাফিক ডিজাইন বিষয়ে চারটি কোর্স বাস্তবায়ন করে আসছে।

প্রোমোটিং সিটিজেনস্ পার্টিসিপেশন ফর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন প্রকল্পের ‘স্টার্ট-আপ ইভেন্ট’ আয়োজন

4_nov23.
গত ২১ নভেম্বর ২০২২ ঢাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ক্রিশ্চিয়ান এইডের সহায়তায় বাস্তবায়নাধীন প্রোমোটিং সিটিজেনস্ পার্টিসিপেশন ফর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন প্রকল্পের ‘স্টার্ট-আপ ইভেন্ট’ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, যেখানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে প্রগতিশীল কর ব্যবস্থাপনার মাধ্যমে কর ন্যায্যতা’ বিষয়ক গবেষণার সার-সংক্ষেপ উপস্থাপন করেন গবেষণা সহযোগী ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র প্রভাষক সানজিদা ইসলাম। সংস্থার উপ-পরিচালক কানিজ ফাতেমার সঞ্চালনায় প্রকল্প পরিচিতি তুলে ধরেন প্রকল্পের সমন্বয়ক নির্মল দাস।

ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা প্রদানে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সংলাপ

5_nov23.
বিগত ৭ নভেম্বর ২০২২ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জীবননগর উপজেলা লোকমোর্চা এবং ওয়েভ ফাউন্ডেশন-এর আয়োজনে ‘ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা প্রদানে সমস্যা ও সম্ভাবনা’শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন কর্মী-কর্মকর্তা এবং জীবননগর উপজেলা লোকমোর্চার সদস্যবৃন্দ, জীবননগর প্রেস ক্লাব ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ সংস্থার কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2022
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin