View in your browser
header_jul_22

‘জাতীয় বাজেটে স্থানীয় সরকারের জন্য বরাদ্দ ও বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভা আয়োজন

22_july_1.
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অথর্বছরের জাতীয় বাজেটকে কেন্দ্র করে গত ২৬ জুন ২০২২ ‘জাতীয় বাজেটে স্থানীয় সরকারের জন্য বরাদ্দ ও বাস্তবায়ন’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গভার্নেন্স এডভোকেসি ফোরামের চেয়ারপার্সন ও পিকেএসএফের চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। ফোরামের সমন্বয়কারী মহসিন আলীর সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।

ওয়েভ ফাউন্ডেশন এবং প্রাইম ব্যাংকের মধ্যে রেমিট্যান্স বিষয়ে চুক্তি স্বাক্ষর

22_july_2.
গত ১৬ জুন ২০২২ ওয়েভ ফাউন্ডেশন এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর মধ্যে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়েভ ফাউন্ডেশন কমিউনিটি অর্থায়ন কর্মসূচির সকল শাখার মাধ্যমে ক্রমান¦য়ে এই সুবিধা দেশব্যাপী প্রদান করবে। প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী এবং প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মুহাইমীন এ চুক্তিতে স্বাক্ষর করেন। যার মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশন বাংলাদেশের গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে রেমিট্যান্স সেবা।

নেয়ামতি ইউনিয়নে স্থানীয় জনগণ কর্তৃক দুর্যোগ ঝুঁকি হ্রাসের কর্মপরিকল্পনা তৈরি

22_july_3.
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দূরবর্তী একটি ইউনিয়ন নেয়ামতি ইউনিয়ন। বিষখালী নদীর তীরে অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড় এবং জলোচ্ছাসের ঝুঁকির মধ্যে বসবাস করে ইউনিয়নের প্রায় ৫০০০ জনগণ। প্রতিবছরই অতিজোয়ারে নীচু এলাকা ডুবে যাওয়া বা নদীর তীর ভাঙ্গার ফলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয় প্রান্তিক চাষিরা। তাছাড়া বর্ষা মৌসুমে কাঁচা রাস্তা এমনভাবে ডুবে যায়, যা দিয়ে স্কুলগামী ছাত্রছাত্রী এবং নারী ও শিশুদের চলাচল করা একেবারে অসম্ভব হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে তেমন কোনো উদ্যোগ নেই বললেই চলে।

সামাজিক নিরীক্ষা বিষয়ক সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

22_july_4.2.
Empowering left behind minority communities to effectively participate in the development process of Bangladesh- ELMC প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে গত ২৮-৩০ জুন ২০২২ ‘সামাজিক নিরীক্ষা বিষয়ক সহায়ক প্রশিক্ষণ’ঢাকার এনজিও ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক মহসিন আলী এবং ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার ফারহানা আফরোজের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে প্রশিক্ষণের উদ্বোধনী কার্যক্রম শুরু হয়।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিবন্ধন এবং সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ

22_july_5.2.
২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনে জাতিসংঘের সাথে একাত্মতা প্রকাশ করে কাজ করছে বাংলাদেশ। যার মূলমন্ত্র হলো কাউকে বাদ দিয়ে নয় বরং সকলকে সমান গুরুত্ব দিয়ে একসাথে পথচলা। সে ধারাবাহিকতায় পিকেএসএফ-এর সোশ্যাল এডভোকেসি এন্ড নলেজ ডিসেমিনেশেন ইউনিটের অধীন বেশকিছু কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। যার মধ্যে অন্যতম বর্তমানে দেশে মোট কত জন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তি রয়েছে তা নিবন্ধনকরণ এবং তাদের সংখ্যা, প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ, মাত্রানিরূপন, কারণ নির্দিষ্টকরণ, উপযোগী চিকিৎসা সেবাসহ শিক্ষার ব্যবস্থা নিশ্চিতকরণ।
wave_logo_n
Prepared by: Communications and Knowledge Management Division
© WAVE Foundation 2022
House# 22/13 B, Block-B, Khilji Road, Mohammadpur, Dhaka-1207, Bangladesh
+880 258 151620, +880 248110103
www.wavefoundationbd.org
facebook twitter instagram youtube linkedin