গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
গত ২৪ ও ২৫ আগস্ট ২০২০ বগুড়ার শিবগঞ্জে অবস্থিত মসলা গবেষণা কেন্দ্রে পেস (Promoting Agricultural Commercialization and Enterprizes-PACE) প্রকল্পের আওতায় ‘বছরব্যাপী পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক ২ দিনব্যাপী গ্রীষ্মকালীনপেঁয়াজ চাষ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা এবং মেহেরপুর জেলার মোট ৩৫ জনগ্রীষ্মকালীন পেঁয়াজ চাষী ও সংস্থার ৫ জন প্রকল্প কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষকগণ বাংলাদেশে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের সম্ভাবনা,বীজ তলা প্রস্তুতকরণ, বীজ বপন, গুণগতমানের চারা ও কন্দ উৎপাদন কৌশল, প্রধান প্রধান রোগ ও পোকা চিহ্নিতকরণ ও দমন ব্যবস্থা, ফসলসংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা, গ্রীষ্মকালীন পেঁয়াজের আয়-ব্যয় হিসাব ও মাঠ পর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করেন।
প্রশিক্ষণে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হামিম রেজা ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. নুর আলম চৌধুরী যথাক্রমে কোর্স ডিরেক্টর ওকোর্স কোঅডিনেটর হিসাবে ভূমিকা পালন করেন। সমাপনী অনুষ্ঠনে কৃষক আল আমিন প্রশিক্ষণ সম্বন্ধে তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, “পূর্বে আমাদের বীজতলায় অনেক চারা নষ্ট হত। কিন্তু এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বীজতলা তৈরি, হাতে কলমে বীজ বপন বিষয়ে দক্ষতাঅর্জন করায় ভবিষ্যতে বীজতলায় আর চারা নষ্ট হবে না।” প্রশিক্ষণ শেষে চাষী ও প্রকল্প কর্মকর্তাদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।