খাদ্য অধিকার বাংলাদেশের জরিপ: করোনাকালে দেশের ৯৮.৩ শতাংশ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

 In Blog

করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে সরকার মার্চ মাসের শেষের দিকে সাধারণ ছুটি ঘোষণা করে। যদিও মে মাসের গোড়ার দিকে ব্যবসা-বাণিজ্যসীমিত আকারে চালু হয়, তবে অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। করোনা মহামারীর কারণে লকডাউন দ্বারা ৯৮.৩% দরিদ্র মানুষেরজীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। কারো আয় হ্রাস পেয়েছে, কেউ চাকরি হারিয়েছে, দোকানপাট এবং ব্যবসায়িক কর্মকান্ডসহ আয়ের পথসম্পূর্ণ বন্ধ হওয়ার মুখোমুখিও হয়েছে অনেকে। যা ‘খাদ্য অধিকার বাংলাদেশ’-এর ‘দরিদ্র মানুষের খাদ্য ও পুষ্টির উপর কোভিড ১৯-এর প্রভাব’ শীর্ষক পরিচালিত জরিপের ফলাফলে উঠে আসে। জরিপে আরও দেখা যায়, আয় না থাকায় প্রায় ৮৭% দরিদ্র মানুষ পর্যাপ্ত খাদ্য এবং পুষ্টিকরখাবারের ব্যবস্থা করতে অসুবিধায় পড়েছে। বিশেষত শিশু, গর্ভবতী নারী ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টির অবস্থা এখনও ঝুঁকির মধ্যে রয়েছে।জরিপের বেশিরভাগ উত্তরদাতা প্রাক-কোভিড পরিস্থিতিতে দিনে তিনবেলা খাবার গ্রহণ করতেন। কিন্তু লকডাউন চলাকালীন সময়ে ৯৫% থেকে১০০% উত্তরদাতারা তিনবেলা খাবার গ্রহণ করতে সমস্যার মুখোমুখি হয়। এমনকি সাক্ষাতকার গ্রহণের পূর্ববর্তী এক সপ্তাহে ৫% দরিদ্র মানুষদিনে মাত্র এক বেলা খাবার খেতে পেরেছে।

বিগত ১৬ জুলাই ২০২০ জরিপের এই ফলাফল নিয়ে ‘খাদ্য অধিকার বাংলাদেশ’ অনলাইনে এক মতবিনিময় সভার আয়োজন করে। খাদ্যঅধিকার বাংলাদেশ ও পিকেএসএফ-এর চেয়ারম্যান, ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে এবং খাদ্য অধিকার বাংলাদেশ-এরসাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক, মহসিন আলীর সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি-এর গবেষণা পরিচালক, ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম; বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো, ড. এস এম জুলফিকার আলী ও আইসিসিওকোঅপারেশন বাংলাদেশের কর্মসূচি প্রধান, মো. আবুল কালাম আজাদ। জরিপের তথ্য-উপাত্ত ও সুপারিশ উপস্থাপন করেন বিআইডিএস-এরসিনিয়র রিসার্চ ফেলো, ড. নাজনীন আহমেদ। আয়োজকদের পক্ষে বক্তব্য রাখেন শেরপুর জেলা কমিটির সভাপতি নীলিম ম্রং, জামালপুর জেলাকমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রমুখ।

Recommended Posts

Leave a Comment

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt

This will close in 10 seconds