আম্পান দূর্গতদের পাশে ওয়েভ ফাউন্ডেশন
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী জেলাসমূহে বিগত ২০ মে, ২০২০ আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পান। আম্পানেরভয়াবহতা থেকে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ সুবিধাবঞ্চিত মানুষের জানমাল রক্ষার্থে প্রয়োজনীয় সহায়তা প্রদানকরেছে ওয়েভ ফাউন্ডেশন।
সংস্থার উদ্যোগে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীনে ভোলা, পটুয়াখালী, বরগুনা, খুলনা ও বাগেরহাট জেলার২৮ উপজেলার ২৩৭টি ইউনিয়নে সচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি ১৬৪৮টি সাইক্লোন সেন্টারে প্রাথমিক স্বাস্থ্যসুরক্ষায় হাতধোয়ার ব্যবস্থা, ৯২২টি সেন্টারে জীবানুনাশক স্প্রে ছটিানো এবং ৪৭৪টি সেন্টারে আগত মানুষের মধ্যে মাস্ক, শুকনা খাবার তথাচিড়া, গুড়/চিনিসহ মোমবাতি, ম্যাচ প্রভৃতি সরবরাহ করা হয়। ইউএনডিপি বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় জেলা ও উপজেলা প্রশাসন এবংসংশ্লিষ্ট ই্উনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে এ মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়।