আম্পান দূর্গতদের পাশে ওয়েভ ফাউন্ডেশন

 In Blog

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী জেলাসমূহে বিগত ২০ মে, ২০২০ আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পান। আম্পানেরভয়াবহতা থেকে বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ সুবিধাবঞ্চিত মানুষের জানমাল রক্ষার্থে প্রয়োজনীয় সহায়তা প্রদানকরেছে ওয়েভ ফাউন্ডেশন।

সংস্থার উদ্যোগে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের অধীনে ভোলা, পটুয়াখালী, বরগুনা, খুলনা ও বাগেরহাট জেলার২৮ উপজেলার ২৩৭টি ইউনিয়নে সচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি ১৬৪৮টি সাইক্লোন সেন্টারে প্রাথমিক স্বাস্থ্যসুরক্ষায় হাতধোয়ার ব্যবস্থা, ৯২২টি সেন্টারে জীবানুনাশক স্প্রে ছটিানো এবং ৪৭৪টি সেন্টারে আগত মানুষের মধ্যে মাস্ক, শুকনা খাবার তথাচিড়া, গুড়/চিনিসহ মোমবাতি, ম্যাচ প্রভৃতি সরবরাহ করা হয়। ইউএনডিপি বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় জেলা ও উপজেলা প্রশাসন এবংসংশ্লিষ্ট ই্উনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে এ মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়।

Recommended Posts

Leave a Comment

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt

This will close in 10 seconds