জাতীয় শোক দিবস ২০২৩ পালন
Header_bottom3
১৫ আগস্ট জাতীয় শোক দিবস, যা বাঙালি জাতির জন্য গভীর শোক ও বেদনার। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বীরত্ব, ত্যাগ, দৃঢ়প্রত্যয় আর নেতৃত্বগুণ এসবের সম্মিলন সহজেই তাঁকে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতার মর্যাদায় আসীন করেছে। বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রধান শক্তির উৎসই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে হত্যা করা গেলেও তাঁর চেতনাকে শেষ করা যায়নি। প্রতিটি বাঙালির হৃদয়ে তিনি আবাস গড়েছেন। এ বছর বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবসটি পালন করে।
এভিসিবি প্রকল্প কর্মকর্তাদের পরিচিতি ওরিয়েন্টেশন সভা
Header_bottom3
বাংলাদেশের গ্রামীণ জনগণ বিশেষত নারী, সংখালঘু সম্প্রদায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার ত্বরান্বিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত উদ্যোগের ফলে সহযোগী সংস্থা হিসেবে ওয়েভ ফাউন্ডেশন ‘Activating Village Courts in Bangladesh-AVCB’ প্রকল্পের ৩য় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে। এ ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর ২০২৩ প্রকল্পের নতুন যোগদানকৃত জেলা ম্যানেজার ও কেন্দ্রীয় অফিসের কর্মকর্তাদের ‘পরিচিতি ও ওরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নবাগত কর্মকর্তাদের সংস্থার পক্ষ হতে স্বাগত জানান ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী।
দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
Header_bottom3
গত ১৭ জুলাই ২০২৩ ওয়েভ ফাউন্ডেশনের দর্শনাস্থ ট্রেড ট্রেনিং সেন্টার হলরুমে কমিউনিটি অর্থায়ন ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির দরিদ্র পরিবারের ৩৩ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পিকেএসএফ-এর সহায়তায় ২০২১ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত ১৪ জনকে ২য় দফায় এবং ২০২২ সালে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ মাধ্যমিকে অধ্যায়নরত ১৯ জন শিক্ষার্থীকে ১ম দফায় ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়।
আঞ্জুয়ারা বেগমের সাফল্যের গল্প
Header_bottom3
যশোর জেলার মনিরামপুর উপজেলার অন্তর্গত রামপুর পল্লী গ্রামে আঞ্জুয়ারা বেগম এবং তার স্বামী মোঃ তরিকুল ইসলামের বসবাস। মোঃ তরিকুল ইসলামের বাবার তেমন কোন জমি-জায়গা ছিল না। সংসারে অভাব-অনটন লেগেই থাকতো। বৃদ্ধ বাবা-মায়ের কথা চিন্তা করে আঞ্জুয়ারা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তরিকুল ইসলাম। দুঃখ কষ্টের সংসারে তাদের ঘর আলোকিত করে জন্ম হয় এক কন্যা সন্তানের। সন্তানের দুধ ক্রয়সহ অন্যান্য খরচ বাড়ায় বেশ কষ্টে চলে তাদের সাংসারিক জীবন।
প্রবীণ সোনালী উদ্যোগ টি স্টল: বিধবার জীবনে স্বচ্ছলতার আর্শীবাদ
Header_bottom3
জীবন সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মৃত আমীর হোসেনের ৬৭ বছর বয়সী বিধবা স্ত্রী কদবানু বেগম। স্বামীর মৃত্যুর পর প্রায় ২০ বছর ধরে আলীপুর রাখালশাহ্ বাজারে অল্প পুঁজি দিয়ে ছোট্ট দোকান চালিয়ে জীবন চালাচ্ছিলেন কদবানু। একমাত্র উপার্জনকারী ছেলে দুর্ঘটনায় শারীরিকভাবে অসুস্থ হলে এ আয় দিয়ে সংসার চালানো দুর্বিসহ হয়ে পড়ে। এমন সময় ওয়েভ ফাউন্ডেশন পরিচালিত 'সমৃদ্ধি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইউনিয়ন প্রবীণ কমিটি কর্তৃক কদবানু বেগমকে প্রবীণ সোনালী উদ্যোগ টি-স্টল স্থাপনে অনুদান দিতে নির্বাচন করা হয়।
দুই শতাধিক যুবদের অংশগ্রহণে স্বেচ্ছাসেবক সম্মিলনী
Header_bottom3
ওয়েভ ফাউন্ডেশনের অন্যতম নেটওয়ার্ক খাদ্য অধিকার বাংলাদেশ গত ২৬-২৭ জুলাই 'এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২০২৩’ আয়োজন করে। ওয়েভ ফাউন্ডেশনের যুব প্লাটফর্ম ইয়ুথ এসেম্বলি এবং নেটওয়ার্কের সদস্য সংগঠনসমূহ থেকে ২০০ এর অধিক যুব এতে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে। মহতী এ সম্মেলনের সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গত ২২ আগস্ট ২০২৩ ছায়ানট সংস্কৃতি ভবন, ঢাকায় ‘সম্মেলন-উত্তর স্বেচ্ছাসেবক সম্মিলনী’ অনুষ্ঠিত হয়। যেখানে যুব স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট প্রদানসহ তাদের অংশগ্রহণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
wave_logo_n
facebook twitter website instagram youtube linkedin