ওয়েভ ফাউন্ডেশন 'কৃষি উদ্যোক্তা পুরস্কার ২০২৩'
Header_bottom3
ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গত ১০ জুন ২০২৩ চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত ‘ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে’ প্রদান করা হয় ‘কৃষি উদ্যোক্তা পুরস্কার ২০২৩’ । এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির মাননীয় এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ। এ আয়োজনে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী।

ঐতিহ্যেই জীবিকায়নের রসদ

Header_bottom3
নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌরসভার খালপাড় এলাকার আমজাদ হোসেনের মেয়ে রিনা আক্তার। ৪ বোন ও ৩ ভাইসহ মোট ৭ ভাই-বোনের মধ্যে ৬ষ্ঠ রিনা এবং বোনদের মধ্যে সবার ছোট। বাবা আমজাদ হোসেন পেশায় একজন তাঁতি। তাই ছোট থেকেই বাবার কাছ থেকে তাঁতে জামদানি বোনার বিভিন্ন কৌশল রপ্ত করেন রিনা। ৭ ভাই-বোনের সংসারে চরম আঘাতটা আসে রিনার ১০ বছর বয়সে। সে সময় বাবাকে হারিয়ে অসহায় হয়ে পড়েন রিনা ও তার পরিবার। জীবনের তাগিদে সব ভাই বোনেরা যার যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মা ও ছোট ভাইকে নিয়ে চলতে থাকে রিনার জীবন।

কেডিকে ইউনিয়নে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

Header_bottom3
স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। গ্রামাঞ্চলের দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং গতানুগতিক ঝাড়, ফুক, কবিরাজী ইত্যাদি চিকিৎসা প্রথার পরিবর্তে উন্নত চিকিৎসাসেবা প্রাপ্তি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়। স্বাস্থ্য ক্যাম্পকে সফল ও জনবান্ধব করার লক্ষ্যে আগে থেকেই জরিপের মাধ্যমে ভুক্তভোগী রোগীদের সাথে কথা বলে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ রোগ নির্বাচন করা হয় এবং সে আলোকে বিশেষজ্ঞ ডাক্তার ঠিক করা হয়।

সমাজ পরিবর্তনে কিশোরী ক্লাব

Header_bottom3
সমাজের পিছিয়ে পড়া, পিছিয়ে রাখা ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংস্থা ২০২০ সাল হতে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল-ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি-ইইউ) প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের বহুমুখী কার্যক্রমের মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ হলো কিশোরীদের নিয়ে ক্লাব গঠন। পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় মোট ১৪টি ক্লাব রয়েছে। প্রতিটি কিশোরী ক্লাবে ২৪ থেকে ৩০ জন সদস্য থাকে। যেখানে ৫-৬ জন কিশোরী নিয়ে ছোট ছোট দল এবং প্রত্যেক দল থেকে ১জন করে নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়।
বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবসে
ইয়ুথ এসেম্বলির উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত
Header_bottom3
গত ২১ মে ২০২৩ বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশনের যুব প্লাটফর্ম ইয়ুথ এসেম্বলি ‘CULTURE AND DIVERSITY: WHY DIALOGUE MATTERS?’ শিরোনামে একটি ওয়েবিনার আয়োজন করে। ওয়েভ ফাউন্ডেশন ও ইয়ুথ এসেম্বলি-এর ফেসবুক পেইজে ওয়েবিনারটি সরাসরি সম্প্রচারিত হয়। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাবিতা রহমান, USAID Bangladesh এর Local Health System Sustainability (LHSS) প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর আব্দুস সবুর এবং উন্নয়ন ও সংস্কৃতি কর্মী ওয়ারদা আশরাফ।
কর ন্যায্যতা বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
Header_bottom3
গত ২৩ মে ২০২৩ ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘প্রোমোটিং সিটিজেনস্ পার্টিসিপেশন ফর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন’ প্রকল্পের উদ্যোগে জনপ্রিয় ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের আয়োজনে এবং ক্রিশ্চিয়ান এইড-এর সহায়তায় “প্রগতিশীল কর ব্যবস্থা: কেন এবং কিভাবে” শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী।
wave_logo_n
facebook twitter website instagram youtube linkedin