পরিবেশসম্মত কৃষি চর্চার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের ‘Go Green’ কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী ‘পরিবেশসম্মত কৃষি চর্চা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশালা’ আয়োজিত হয়। রাজধানীর আদাবরে সেতু ট্রেনিং সেন্টারে ৬ ও ৭ জুন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংস্থার সকল কর্মসূচি, বিভাগ, ও প্রকল্প কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী কর্মশালার সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন এবং Go Green কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, “পরিবেশের নেতিবাচক প্রভাবে পৃথিবীতে পরিবেশগত ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে, যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে পরিবেশসম্মত কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়ন সম্ভবপর হবে।” তিনি ব্যক্তি, পরিবার, সমাজ/কমিউনিটি ও প্রতিষ্ঠানের উদ্যোগে ‘সবুজ জীবনধারা-Green Lifestyle’ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের মাঠ পর্যায়ে কর্মসূচিটি দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।
৬ জুন, কর্মশালার প্রথম দিনে Go Green কর্মসূচির ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য এবং এর প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা Go Green বাস্তবায়নের রূপরেখা এবং সংশ্লিষ্ট পক্ষসমূহের ভূমিকা সম্পর্কে ধারণা পান। এছাড়া সংস্থার কৃষি উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয় এবং নতুন উদ্যোগ Go Green কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে পরিকল্পনা করা হয়। পরিবেশসম্মত কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি নিয়ে আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীরা দলগত কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
৭ জুন, কর্মশালার দ্বিতীয় দিনে পরিবেশসম্মত কৃষি চর্চা ও উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংস্থার কর্মী, কর্মকর্তা, নীতিনির্ধারক, বিভাগ, কর্মসূচি ও সংশ্লিষ্টদের ভূমিকা; প্রত্যক্ষ ও পরোক্ষ অংশীজন এবং তাদের ভূমিকা ও সম্পৃক্তকরণ কৌশল; সংশ্লিষ্ট কার্যক্রমের সাফল্য পরিমাপ সূচক, পরিমাপের সময়সীমা ও পদ্ধতি প্রভৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা দলগত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব, ভিডিও প্রদর্শন ইত্যাদির মাধ্যমে তাদের আইডিয়া ও মতামত প্রদান করেন। কর্মশালা আয়োজনে সার্বিকভাবে ছিলেন সংস্থার কর্মীদের সক্ষমতা উন্নয়ন বিষয়ক উপদেষ্টা আব্দুস সবুর, সহ-সহায়ক হিসেবে ছিলেন সিনিয়র সমন্বয়কারী আব্দুস সালাম এবং লজিস্টিক সহায়তায় ছিলেন সহ-সমন্বয়কারী নাসিম বিল্লাহ।
উল্লেখ্য, Go Green বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এবং সহযোগী সংস্থা ইয়ুথ এসেম্বলির একটি কর্মসূচি ও আন্দোলন। এই কর্মশালা ওয়েভ ফাউন্ডেশনের পরিবেশগত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সংগঠনের অন্যান্য কর্মসূচির সাথে ক্রস-কাটিং ইস্যু হিসেবে যুক্ত হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা পরিবেশের সুরক্ষায় নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সক্রিয়ভাবে এই উদ্যোগে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।