ওয়েভ ফাউন্ডেশনের কর্মএলাকা মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর, খুলনা, নাটোর, রাজশাহী ও কুষ্টিয়া জেলার ৪৪৩ জন প্রান্তিক কৃষককে বিভিন্ন ক্ষেত্রে চাষাবাদ এবং এ সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে জনপ্রতি ২৫ হাজার টাকা বাবদ মোট ১ কোটি ১০ লক্ষ ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সাউথইস্ট ব্যাংক পিএলসি’র আর্থিক সহযোগিতায় তাদের বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে এই সহায়তা করা হয়।

গত ১ এপ্রিল ২০২৪ সাউথইস্ট ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ে ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে আর্থিক অনুদানের চেক গ্রহণ করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী। অনুষ্ঠানে ৩ জন প্রান্তিক কৃষককে সরাসরি ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয় এবং অবশিষ্ট ৪৪০ কৃষককে পরবর্তীতে তাদের ব্যাংক হিসাব ও মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ প্রেরণ করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে উল্লিখিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী উপস্থিত ছিলেন। এছাড়া সাউথইস্ট ব্যাংক প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের হেডসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালকসহ প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সাউথইস্ট ব্যাংকের অর্থায়নে এবং ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে প্রান্তিক কৃষকদের চাষাবাদ ও এ সম্পর্কিত যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে এ সহায়তা নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। দেশের কৃষক এবং কৃষি খাত নিয়ে বর্তমান সরকারের যে স্বপ্ন তা বাস্তবায়নে আমরা কাজ করছি। এ ধরনের উদ্যোগের কারণে প্রান্তিক পর্যায়ের কৃষকদের এক টুকরো জমিও অনাবাদী থাকবে না”।

ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, “এ কার্যক্রমের ফলে বিভিন্ন জেলার প্রান্তিক কৃষকদের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। ১৯৯০ সাল থেকে আমাদের সংস্থা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করে আসছে। বর্তমানে ১৭ জেলায় কৃষি, পশুপালন, মৎস্য চাষ, জীবন-জীবিকার মানোন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এছাড়া দেশের কৃষি খাতে আরো অবদান রাখতে Go-Green নামে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে”।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt