পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত ‘পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল’ (পিপিইপিপি) প্রকল্পের সহযোগী সংস্থা হিসেবে ওয়েভ ফাউন্ডেশন প্রকল্পটি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় সংস্থার পক্ষ থেকে গলাচিপা শাখায় ২৫ জন অসচ্ছল নারীকে এক মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে অতি দারিদ্র্যপীড়িত, অধিকারবঞ্চিত নারীদের দর্জি বিজ্ঞান ও পোশাক প্রস্তুতকরণ বিষয়ে দক্ষতা বাড়িয়ে তাদের আত্মনির্ভরশীল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বিধবা, স্বামী পরিত্যক্ত, অসহায়, অতিদরিদ্র ও অসচ্ছল নারীদের এতে অগ্রাধিকার দেয়া হয়েছে।
প্রশিক্ষণে দুইজন প্রশিক্ষক হাতে-কলমে সেলাই মেশিন চালানো, মেশিনের যত্ন নেয়া, কাঁচি ধরার কৌশল, মাপ অনুযায়ী কাপড় কাটার পদ্ধতি এবং পোশাক তৈরির বিভিন্ন ধাপ শেখান। অংশগ্রহণকারীরা সালোয়ার, কামিজ, ব্লাউজ, ম্যাক্সি, প্যান্ট এবং শিশুদের ফ্রক তৈরি শিখেছেন, যা তাদের আর্থিক স্থিতিশীলতা ও স্বাবলম্বিতা অর্জনে সাহায্য করবে। পাশাপাশি কাজের অর্ডার পাওয়ার কৌশল ও কাজের মূল্য নির্ধারণ সম্পর্কেও পরামর্শ দেয়া হয়।
মাসব্যাপী প্রশিক্ষণ শেষে দুইজন প্রশিক্ষণার্থী স্থানীয় বাজারে দর্জির দোকান খোলার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে প্রকল্প সমন্বয়কারী তাদের আইজিএ (বিকল্প আয় বৃদ্ধিমূলক কার্যক্রম) সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেন। মাসব্যাপী প্রশিক্ষণটি উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী হুমায়ূন কবীর। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সজল দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত), গলাচিপা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. হাফিজুল ইসলাম (প্রোগ্রাম অফিসার -লাইভলিহুড)। এছাড়াও প্রকল্প ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।