জনীতিতে নারীর অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন জোরদার করতে শ্রীলংকার রাজধানী কলম্বোর মাউন্ট ল্যাভিনিয়া হোটেলে ২৯ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয় `New Paradigm: Coalition for Women in Politics’ শীর্ষক আঞ্চলিক সিম্পোজিয়াম। রাজনৈতিক অংশগ্রহণে লৈঙ্গিক অন্তর্ভুক্তিমূলক একটি আঞ্চলিক নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন (বাংলাদেশ), ডেমোক্রেসি রিসার্চ সেন্টার (নেপাল) এবং পিপলস অ্যাকশন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন (শ্রীলঙ্কা) এর যৌথ উদ্যোগে সিম্পোজিয়ামটি আয়োজিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহসিন আলী সম্মানিত প্যানেলিস্ট হিসেবে সিম্পোজিয়ামে অংশ নেন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর রাজনৈতিক অংশগ্রহণের চ্যালেঞ্জ, অর্জন এবং ভবিষ্যৎ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি, ওয়েভ ফাউন্ডেশনের গবেষক ও বিশিষ্ট জেন্ডার বিষয়ক কনসালট্যান্ট সানাইয়া ফাহিম আনসারি, দেশের ১২ জেলা থেকে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করেন।
সিম্পোজিয়ামে মহসিন আলী গবেষণা থেকে প্রাপ্ত তথ্য ও ফলাফলের ভিত্তিতে প্রণীত একটি সন্নিবেশিত প্রতিবেদন সংশ্লিষ্ট অংশীজনদের হাতে তুলে দেন। এরপর, নারীর রাজনৈতিক অংশগ্রহণে আঞ্চলিক নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে Coalition for Women in Politics শীর্ষক একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পাশাপাশি সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেওয়া অংশগ্রহণকারীরা রাজনীতিতে নারীর অন্তর্ভুক্তি, ক্ষমতায়ন এবং আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ওয়েভ ফাউন্ডেশন দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ‘Building a Regional Network on Gender Inclusion in Political Participation’ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও আর্থ-সামাজিক বাধা চিহ্নিতকরণ এবং তা উত্তরণের পথ খুঁজতে কাজ করছে।