পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে একটি বিশেষায়িত চক্ষু স্বাস্থ্য ক্যাম্প আয়োজিত হয়। Pathways to Prosperity for Extremely Poor People (PPEPP-EU) প্রকল্পের আওতায় পিকেএসএফের সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ৬ জুন ২০২৪ তারিখে অনুষ্ঠিত এই ক্যাম্পে ১৩১ জন রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করেন। এছাড়া ১৭ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালে সুপারিশ করা হয়।
ক্যাম্পে রোগীদের জন্য বিনামূল্যে প্রেসক্রিপশন, চশমার প্রেসক্রিপশন, নেত্রনালী ও মাংসপেশির অপারেশন, ন্যায্যমূল্যে ঔষধ ও চশমা, এবং চোখের ছানি অপারেশন ও আইএলও লেন্স স্থাপনের সুবিধা প্রদান করা হয়। ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং হাসপাতালের মেডিক্যাল অফিসার ও বিশেষজ্ঞ ডাক্তার বেনজির বুশরা ও তার ৭ সদস্যের টিমের নেতৃত্বে ক্যাম্পের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়ন, রতনদী তালতলী, গজালিয়া ও গোলখালি ইউনিয়নের অতিদরিদ্র মানুষজন এই ক্যাম্প থেকে উপকৃত হয়েছেন। ওয়েভ ফাউন্ডেশনের বিশেষায়িত এই চক্ষু ক্যাম্পটি আয়োজনের মূল উদ্দেশ্য ছিল গ্রামের দরিদ্র মানুষদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
বিশেষায়িত চক্ষু স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন আহমেদ। প্রকল্প সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তাবৃন্দ ক্যাম্পটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ক্যাম্পে উপস্থিত রোগীরা জানান, গ্রামের মানুষদের জন্য এ ধরনের সেবা পাওয়া কঠিন। ওয়েভ ফাউন্ডেশন ও সহযোগী সংস্থার এ উদ্যোগ তাদের জীবনকে সহজতর করেছে। স্থানীয় বাসিন্দারা সংস্থার এই উদ্যোগের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতা কামনা করেন। ওয়েভ ফাউন্ডেশন এবং এর সহযোগী সংস্থাগুলির এমন উদ্যোগ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও প্রসারিত হবে বলে গ্রামবাসী আশাবাদী।