চুয়াডাঙ্গার জীবননগর উপজেলাধীন বাঁকা, উথলী ও মনোহরপুর ইউনিয়নে সংস্থা কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চর্ম ও যৌন রোগ বিষয়ে ২টি এবং গাইনি রোগের উপর ১টি স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করা হয়। ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০২৪ পর্যায়ক্রমে বাঁকা ও উথলী ইউনিয়নে জটিল এসব রোগে আক্রান্ত ৩৫৩ জন রোগীকে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ঢাকার শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. ফারুক হোসেন উপস্থিত থেকে বিশেষভাবে এ সকল রোগীদের চিকিৎসা সেবা দেন।
অপরদিকে ২২ ফেব্রুয়ারি ২০২৪ মনোহরপুর ইউনিয়নে ১২৪ জন গাইনি রোগীকে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডা. আইরিন আক্তার। স্বাস্থ্যসেবার পাশাপাশি ৩টি স্বাস্থ্য ক্যাম্পের মোট ৪৭৭ জন গ্রামীণ দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে মৌলিক কিছু ঔষধও প্রদান করা হয়। স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের পূর্বে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি, ওয়ার্ড যুব ও প্রবীণ কমিটি এবং লোকমোর্চা সদস্যদের সহায়তায় এলাকায় প্রচার করার ফলে রোগীদের সংখ্যা ছিল বেশ চোখে পড়ার মতো।
অনাড়ম্বরপূর্ণ এসব আয়োজনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রবীণ কমিটির সভাপতি, ইউনিয়ন লোকমোর্চার সভাপতি অতিথি হিসেবে থাকার পাশাপাশি ইউপি সদস্য, প্রবীণ, ওয়ার্ড ও যুব কমিটির সাধারণ সম্পাদক, সাধারণ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য পরিদর্শকের সহায়তায় প্রতিটি ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনা করেন সংস্থার স্ব স্ব সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারীগণ। সেবা নিতে আসা অধিকাংশই তাদের দোড়গোড়ায় এ ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে অত্যন্ত খুশি হয়ে সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।