আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি (ওওএসসিইপি)-এর অধীনে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬৯ জন শিক্ষক, ৫ জন সুপারভাইজার এবং জেলা ও উপজেলা প্রোগ্রাম ম্যানেজারের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ওয়েভ ট্রেনিং সেন্টারে ওওএসসিইপি’র প্রোগ্রাম হেড আব্দুস শুকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মো. সোহাগ হোসেন।
সভায় জাতীয় পতাকা উত্তোলন, বিদ্যালয় পরিদর্শন প্রতিবেদন, শিখন কেন্দ্র পরিষ্কার-পরিছন্নতা এবং শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের বিষয়ে আলোচনা হয়। প্রধান অতিথি মো. সোহাগ হোসেন সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে বলেন, শিখনকেন্দ্রগুলোতে জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলন এবং কেন্দ্রগুলো সাজানো-গোছানো রাখতে হবে; ৫ম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন ডিসেম্বর ২০২৪ মাসে শুরু হবে এবং শিক্ষকদের পাঠদান শতভাগ নিশ্চিত করতে হবে; সুপারভাইজার ও শিক্ষকদের বেতন-ভাতা নভেম্বর মাসে প্রদান করা হবে; প্রকল্প শেষ হওয়ার কারণে উপবৃত্তি বঞ্চিত শিক্ষার্থীদের নতুন করে তালিকা পাঠানোর প্রয়োজন নেই; শিক্ষা উপকরণ কেনার পূর্বে অনুমোদন নিতে হবে এবং সঠিক ব্যবহারের নিশ্চয়তা দিতে হবে এবং দুর্বল শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন এবং অভিভাবকদের কাউন্সেলিংয়ের জন্য শিক্ষকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়।
সভায় আরও জানানো হয়, শিখনকেন্দ্র বন্ধ থাকলে সংশ্লিষ্ট শিক্ষকের বেতন বন্ধ রাখা হবে এবং মাসিক সভার দিন বিকল্প শিক্ষক দিয়ে শিখনকেন্দ্র পরিচালনা নিশ্চিত করতে হবে। সভাপতি আব্দুস শুকুর সভার আলোচ্যসূচি এবং সিদ্ধান্তগুলো সুষ্ঠুভাবে সমাপ্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।