“আমার বাড়ি মেদিনীপুর, আমি খুবই গরীব মানুষ, কানের সমস্যা নিয়ে অনেকদিন ধরে খুব ভুগছি বাবা, আমার এতো টাকা নেই যে চুয়াডাঙ্গায় গিয়ে ডাক্তার দেখাবো। যারা এতো বড় ডাক্তার নিয়ে এসে আমার মতো গরিব মানুষের চিকিৎসা করাইলো আল্লাহ তাদের ভালো করুক।” চিকিৎসা গ্রহণের পর কথাগুলো বলছিলেন ৬৫ বছর বয়সী হতদরিদ্র আশুরা বেগম।
এ রকম অতিদরিদ্রদের কথা বিবেচনায় নিয়ে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের চাহিদার প্রেক্ষিতে ওয়েভ ফাউন্ডেশন ও সীমান্ত ইউনিয়ন পরিষদ চুয়াডাঙ্গার যৌথ উদ্যোগে গত ৩০ এপ্রিল ২০২২ জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের প্রবীণ সামাজিক কেন্দ্রে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. আল ইমরান জুয়েলের তত্ত্বাবধানে এ স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে মোট ১৪৬ জন নাক, কান ও গলার রোগে আক্রান্ত অসহায় অতিদরিদ্র মানুষ চিকিৎসা সেবা নেন। স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল হক মিল্টন। এ আয়োজনে সার্বিক সহায়তা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। সেবা নিতে আসা অনেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ রকম আরও ক্যাম্প আয়োজনের অনুরোধ করেন।