ওয়েভ ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির কার্যকর ও যথাযথ বাস্তবায়নের কাজ শুরু করে। সেই থেকে একটি পরিপূর্ণ ডাটাবেস, উপকরণের পরিবর্তে আর্থিক সহায়তা, কার্যকর মনিটরিং ও মূল্যায়ন প্রক্রিয়া, পরিচালনার জন্য আলাদা বিভাগ/অধিদপ্তরসহ একটি সমন্বিত নীতি প্রণয়নের দাবি জানিয়ে আসছে। বাংলাদেশ সরকার জুলাই ২০১৫ সালে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল (এনএসএসএস) চালু করে এবং এনএসএসএস ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির যথাযথ বাস্তবায়নে উল্লিখিত বিষয়গুলোতে গুরুত্বারোপ করে ।
দায়বদ্ধ, জবাবদিহিমূলক ও স্বচ্ছ সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং অনুশীলনসমূহ শক্তিশালী করার লক্ষ্যে দি এশিয়া ফাউন্ডেশন-এর সহযোগিতায় মানিকগঞ্জ জেলার সদর ও শিবালয় উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় সংস্থা ১৫ নভেম্বর ২০২১ থেকে ‘ সামাজিক সুরক্ষা কর্মসূচির স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে নাগরিকদের দাবি উত্থাপন‘ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি উক্ত কর্মসূচির সুশাসন বৃদ্ধিতে পর্যবেক্ষণ, মনিটরিং, লবি এবং এডভোকেসি কাজে নাগরিক সমাজের সম্পৃক্ততা বাড়াতে সহায়তা করছে। একইসাথে কর্মসূচিতে মানুষের অধিকার আদায়ে কমিউনিটির সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি এবং গণমাধ্যমে অনুসন্ধানী রিপোর্ট/নিবন্ধ প্রকাশের মাধ্যমে সুশাসন তরান্বিত করছে।
কার্যক্রমগুলো সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকর বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ (ইউনিয়ন ও উপজেলা পরিষদ) এবং সরকারি কর্মকর্তাদের সংবেদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও সংসদীয় স্থায়ী কমিটি ও মন্ত্রণাালয়সমূহকে পরিবীক্ষণের ভূমিকা, এডভোকেসি এবং নীতিমালার প্রয়োজনীয় সংস্কারে সহায়তা প্রদান করবে। প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা, নাগরিক ফোরাম গঠন এবং ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রয়েছে।