চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার খাঁনপাড়া কেশবপুর মাঠে সংস্থার সৌর সেচ পাম্প পরিচালনার (অপারেটর) দায়িত্বে নিয়োজিত রয়েছেন দুর্ঘটনায় হাত হারানো প্রতিবন্ধী আব্দুস সাত্তার। ২০০০ সালের কোন একদিন পাওয়ার ট্রিলার মেরামত করতে গিয়ে অসাবধানতার কারণে তার ডান হাত সম্পূর্ণভাবে কেটে পড়ে যায়। হাত না থাকায় তার আয়ের পথ যখন বন্ধ, তখন সংসার চালাতে হিমশিম খাওয়া সাত্তার ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে পারেননি।

শৈশবেই ছেলেরা যুক্ত হয় বিভিন্ন কাজে আর সাত্তার অন্যের আম বাগান এবং মাঠে রাত্রীকালীন ভুট্টা ও সবজিক্ষেতে পাহারা দেয়ার কাজ শুরু করে। এ থেকে যা আয় হয়, তা দিয়ে কোন রকমে চলতে থাকে তার পরিবার। সৌর সেচ পাম্প স্থাপনের পর কৃষকদের সুপারিশে, ওয়েভ ফাউন্ডেশন সাত্তারকে পাম্প অপারেটরের কাজে যুক্ত করে নিয়মিত আয়ের একটা রাস্তা তৈরি করে দেয়। বার্ষিক সম্মানী বাবদ ১৮ হাজার টাকা এবং মাঠে প্রদানকৃত সেচের শতকরা ১৫ ভাগ কমিশনের অর্থ দিয়ে চলছে সাত্তারের সংসার। হাত হারানো সাত্তার যখন কোনভাবেই কাজ খুঁজে পাচ্ছিলেন না, তখন সৌর সেচ পাম্পের অপারেটরের কাজটি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওয়েভ ফাউন্ডেশন।

সাত্তার বলেন, “একদিন শুনলাম এখানে মেশিন দেখাশুনা করার জন্য একটা লোক লাগবে। সেই থেকে আশায় ছিলাম, তারপর কৃষকদের সাথে কথা বলে আমি এই কাজটা পাই। এর আগে পেটের দায়ে রাত জেগে মাঠে পাহারাদারের কাজ করেছি, কিন্তু ঠিকমতো পয়সা পাইনি। পাম্প চালানোর কাজ নিয়ে এখন আমি অনেক ভালো আছি। আমার মতো একজন প্রতিবন্ধীকে কাজ দেয়ায় ওয়েভ ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ।”

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt