আজকের শিশু ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার। আমরা যদি উন্নয়নের কথা ভাবি সেক্ষেত্রে অবশ্যই নতুন প্রজন্মকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে। আমেরিকার বিখ্যাত সমাজ সংস্কারক ফ্রেডরিক ডগলাস-এর একটি উক্তি রয়েছে, “It is easier to build strong children than repair broken man”। একজন শিশুর শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশের প্রভাব প্রত্যক্ষভাবে তার ব্যক্তিত্বের গঠনে ভূমিকা পালন করে। তাই শিশুদের অধিকার সুরক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন ‘Nourish Our Future Leader’ শিরোনামে সুবিধাবঞ্চিত ও মূলধারার শিশুদেরকে নিয়ে গত ২০ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ‘বিশ্ব শিশু দিবস-২০২০’ উদযাপন করে।

সারাদিনের এ আয়োজনে ছিল যেমন খুশি তেমন সাজো, বিভিন্ন খেলাধুলা, চিত্রাংকন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ইত্যাদি। অনুষ্ঠানে ‘শিশুর চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ ও ব্যতিক্রমধর্মী আলোচনা পর্বের আয়োজন করা হয়। যেখানে শিশুরাই প্রধান ও বিশেষ অতিথির আসন অলংকৃত করে এবং তাদের নিজেদের মতামত সকলের সামনে তুলে ধরে। আলোচনায় শিশু অতিথিগণ বলেন, শিশুরাই আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে। তাই পৃথিবীর প্রতিটি শিশুকে পরিপূর্ণভাবে বিকাশের সুযোগ করে দেয়া বর্তমান নেতৃত্বের দায়িত্ব। বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চাইলে সকল প্রকার শিশুশ্রম ও শিশু নির্যাতন বন্ধ করতে হবে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt