বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে সংস্থা Asia Community Disaster Preparedness & Transformation (ACT) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এটি একটি শিক্ষণীয় প্রকল্প; যা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং ইথিওপিয়া এ ৪টি দেশে পরিচালিত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনার ভাল উদাহরণগুলো অন্যদের সাথে শেয়ার এবং এ কার্যক্রমসমূহকে আরও জোরদার করা এ প্রকল্পের মূল লক্ষ্য।

অক্সফ্যাম বাংলাদেশ-এর সহযোগিতায় উক্ত প্রকল্পের অধীন গত ২-৪ সেপ্টেম্বর বরিশালের আভাস প্রশিক্ষণ কেন্দ্রে ৩ দিনব্যাপী যুব সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।  বাকেরগঞ্জ উপজেলার ১২জন, বরিশালের ৫জন, গাইবান্ধা থেকে ৩জন এবং বরগুনা থেকে ৪জনসহ মোট ২৪জন যুব এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এতে সংবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ, সংবাদের উপাদান ও সংবাদ মূল্য, রিপোর্টিং, প্রেস ব্রিফিং, প্রেস বিজ্ঞপ্তি ও তথ্য বিবরণী, সাংবাদিকতার পরিভাষা, আলোকচিত্র ও নন্দনতত্ত্ব, ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি, গুগল ম্যাপ ও জিও ট্যাগিং , নাগরিক সংবাদিকতা ও ডিজিটাল রিপোর্টিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় দুর্যোগ, দুর্যোগের ঝুঁকি, ঝুঁকি হ্রাস, সাড়া দান প্রক্রিয়া সম্পর্কিত তথ্য তুলে আনা এবং অন্যান্য কমিউনিটির কাছে তুলে ধরার বিষয়েও যুব সাংবাদিকদের উৎসাহ দেয়া হয়। প্রশিক্ষণের ২য় দিন মাঠ পর্যায়ে গ্রুপওর্য়াকের মাধ্যমে হাতে কলমে রিপোর্টিং-এর নিয়মাবলী শেখানো হয়। প্রশিক্ষণ শেষে যুবদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt