গত ৩১ আগষ্ট ২০২২ ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে কিউকে আহমদ ফাউন্ডেশনের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় “মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুণ সমাজকে উদ্বুদ্ধকরণ সম্মেলন-২০২২”। সম্মেলনে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা আওয়ামী লীগ ও সম্মেলন বাস্তবায়ন তত্ত্বাবধায়ক কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ ও কিউকে আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. জাহেদা আহমদ, পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কিউকে আহমদ ফাউন্ডেশনের সহ-সভাপতি ড. মো. জসীম উদ্দীন, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে কুইজ, ভালো কাজের উপর প্রতিবেদন লেখা ও দেয়াল পত্রিকার উপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জীবননগর উপজেলার ২৩টি স্কুল ও কলেজের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ৫ জন করে ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ২৫০ জন প্রতিনিধি এ আয়োজনে অংশগ্রহণ করেন। উপস্থিত তরুণরা প্রত্যেকেই মূল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির প্রতি তাদের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। অতিথিবৃন্দও সার্বিকভাবে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া সম্মেলনে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুল মান্নান পিন্টু, জীবননগর প্রেস ক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মো. সোহরাব হোসেন খান এবং জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল।