‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ পালন করা হয়। গত ২৬ অক্টোবর রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেশন ও ওয়াটার ডট ওআরজি’র সহায়তায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিসুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রাক্কলনিক উম্মে সালমা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “পরিবারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে বিদ্যালয়গুলোতে হাত ধোয়ার ব্যবস্থাসহ টয়লেট ও টিউবওয়েলের রক্ষণাবেক্ষণে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শাহেদ জামাল। এছাড়া বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প সম্বয়কারী আতিয়া তাসনিমাসহ রাজশাহী জেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবর্গ দিবসটি উপলক্ষে আলোচনা করেন। বক্তাগণ সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাসের গুরুত্ব উল্লেখ করে বলেন, শতকরা ৪০ ভাগ ডায়ারিয়া, ৫০ ভাগ খাদ্য সংশ্লিষ্ট রোগ এবং ২১ ভাগ শ্বাস-প্রশ্বাসজনিত রোগ প্রতিরোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস গড়ে উঠলে প্রতি ৫টি শিশুর মধ্যে ১টি শিশু ফুসফুসের রোগ থেকে রক্ষা পাবে।

উল্লেখ্য, ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর ও মাগুরা জেলার ১০টি উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করে প্রযোজ্য সময়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt