সম্প্রতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদাভিক্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় সাধারণ মানুষের জন্য ‘টিকা রেজিস্ট্রেশন ক্যাম্প’ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার দুটি উপজেলায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডে লোকমোর্চার উদ্যোগে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনিতে ১৫ জুলাই-১০ আগস্ট ২০২১ আয়োজিত ক্যাম্পে সাধারণ এবং প্রান্তিক নারী-পুরুষসহ মোট ২০৪ জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার ওল্ড জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯-২৮ জুলাই এ সময়ের মধ্যে মোট পাঁচদিন ১৭০ জন টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। একইসাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড মেহেদিবাগের বিট পুলিশিং কার্যালয়ে ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত ক্যাম্পেইনে মোট ৬০ জন টিকা রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, যাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং নারী ২৫ জন। এ সংকটকালীন সময়ে  লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রমটি সাধারণ জনমানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য যে, প্রকল্পটি দি এশিয়া ফাউন্ডেশন ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

Contact Us

We're not around right now. But you can send us an email and we'll get back to you, asap.

Not readable? Change text. captcha txt